Bollywood News

এঁকে আপনি চেনেন, কে বলুন তো?

দেখুন তো এই যুবককে চেনেন কি না! ২১ বছরের এই সুদর্শন যুবককে আপনি এর আগেও দেখেছেন। ইনি জিবরান খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ১৪:৪৯
Share:

দেখুন তো এই যুবককে চেনেন কি না! ২১ বছরের এই সুদর্শন যুবককে আপনি এর আগেও দেখেছেন।

Advertisement

ইনি জিবরান খান। শামক দাভরের ডান্স ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাক্টরও তিনি। বাবা বি আর চোপড়ার মহাভারতে অর্জুনের ভূমিকায় অভিনয় করতেন। ছোট থেকেই অভিনয়ের পরিবেশের মধ্যে থেকে তাঁরও অভিনয়ের প্রতি একটা ভালবাসা জন্মেছে। বেশ কিছুদিন ধরেই বলিউডে নিজের জায়গা পাকা করার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন। কিন্তু সে ভাবে বড় কোনও ডিরেক্টর তাঁকে কাস্ট করেননি। হাল ছাড়েননি জিবরান। নিয়মিত শরীর চর্চার পাশাপাশি মার্শাল আর্টেও বেশ পারদর্শী তিনি। এরই সঙ্গে কত্থকেও রীতিমতো তালিম রয়েছে তাঁর। বি-টাউনের একটা বড় অংশের মত জিবরান যতটা ট্যালেন্টেড, ইন্ডাস্ট্রি তাঁকে সে ভাবে ব্যবহার করেনি।

‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখ খান এবং হৃতিক রোশনের মাঝে ছোট্ট জিবরান।

Advertisement

তবে ছোটবেলায় চাইল্ড আর্টিস্ট হিসেবে কর্ণ জোহরের মতো বিখ্যাত পরিচালকের ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখের ছেলের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এ ছাড়া শিশুশিল্পী হিসেবে আরও অনেকগুলো বিজ্ঞাপনেও কাজ করেছিলেন।

আরও পড়ুন: রোবট চাইল্ডকে মনে আছে? এখন তাকে কেমন দেখতে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement