michele morrone

Karan: কর্ণের ছবিতে আন্তর্জাতিক তারকা, চমকের অপেক্ষায় বলিউড

শোনা যাচ্ছে, ইতালীয় অভিনেতা, গায়ক এবং মডেল মিকেলে মোরোনেকে নিয়ে ছবি করতে পারেন কর্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৬:০১
Share:

মিকেলেকে দেখা যাবে কর্ণের পরবর্তী ছবিতে?

কর্ণ জোহর চাইলে কী না হয়!

তাঁর ইচ্ছায় আন্তর্জাতিক তারকারাও এসে হাজির হতে পারেন আরব সাগরের তীরে মায়ানগরীতে। খুব শীঘ্রই নাকি এমন কিছুই ঘটাতে চলেছেন বলিউডের বিতর্কিত এই প্রযোজক-পরিচালক। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অন্তত তেমনটাই।

শোনা যাচ্ছে, ইতালীয় অভিনেতা, গায়ক এবং মডেল মিকেলে মোরোনেকে নিয়ে ছবি করতে পারেন কর্ণ। ইতিমধ্যেই তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করে কাজের কথা এগোনোর চেষ্টা করছেন পরিচালক। নিজের প্রযোজনার সংস্থা ‘ধর্ম প্রোডাকশনস’-এর ডিজিটাল শাখা ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’-এর একটি ছবির জন্য মিকেলেকে চাইছেন তিনি।

গত বছর নেটফ্লিক্সে ‘৩৬৫ ডেজ’ ছবির সুবাদে বিশ্বের নানা প্রান্তে খ্যাতি ছড়িয়ে পড়ে মিকেলের। ‘ইরোটিক রোম্যান্স’ ঘরানার এই ছবিতে এক সিসিলীয় ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি পোলিশ, ইতালীয় এবং ইংরাজি ভাষায় মুক্তি পায়। সেখানে মিকেলের সুগঠিত চেহারা, রাশভারী অভিনয় হৃদস্পন্দন বাড়িয়েছে তুলেছিল অজস্র দর্শকের। পৃথিবীর অন্যান্য প্রান্তের মতো ভারতেরও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মিকেলের ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা আর বুঝতে বাকি না। তাই কর্ণের ছবিতে মিকেলের অভিষেকের খবর চাউর হতেই দিন গুনছেন উপমাহাদেশের অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement