mika singh

‘আমি ওঁর থেকে অনেক ভাল গান গাই’, বিস্ফোরক মিকা

কখনও বা ফ্যানের গালে চড়ে মেরেছেন, আবার কখনও হিট অ্যান্ড রান কেসে আদালতে গিয়েছেন এই ‘গন্দি বাত’ গায়ক। বিপাশা বসুর লিপস্টিকের দাগ দেখা গিয়েছে তাঁর গালে, সেই ছবি টুইটারেও ঘুরেছে। তিনি মিকা সিং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গন্দি বাত।

Advertisement

না, এই গানটার কথা হচ্ছে না।

কখনও বা ভক্তের গালে চড়ে মেরেছেন, আবার কখনও হিট অ্যান্ড রান কেসে আদালতে গিয়েছেন এই ‘গন্দি বাত’-এর গায়ক। বিপাশা বসুর লিপস্টিকের দাগ দেখা গিয়েছে তাঁর গালে, সেই ছবি টুইটারেও ঘুরেছে। তিনি মিকা সিংহ।

Advertisement

বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ে না। এ বার অপর এক বলিউড গায়কের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন ‘জুম্মে কি রাত’-এর গায়ক। বললেন, অরিজিৎ সিংহের ‘চন্না মেরেয়া’ গানটা নাকি তিনি অনেক বেশি ভাল গাইতেন।

আরও পড়ুন: সানি লিওন এখন অমিতাভ শাহরুখদের পাশে…​

একটি বেসরকারি চ্যানেলের শোয়ে এসেছিলেন মিকা। তখনই তিনি গুনগুন করতে থাকেন, অরিজিতের গাওয়া এই গানটি। আর তার পরই বলেন, ‘‘চন্না মেরে আ…এই গানটা আমি অনেক ভাল গাইতে পারি।’’

‘চন্না মেরেয়া’ অরিজিতের গাওয়া অন্যতম জনপ্রিয় একটি গান। ঐশ্বর্যা রাই ও রণবীর কপূর অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার এই গানটি ইউটিউবেও কয়েক লক্ষ বার শুনেছেন শ্রোতারা।

আরও পড়ুন: বলি ইন্ডাস্ট্রিতে দুর্ব্যবহারের বদনাম আছে যে তারকাদের

এর পর ওই বেসরকারি চ্যানেলের তরফে তাঁর প্রেম ও যৌনতা নিয়ে প্রশ্ন করা হলে সপাটে নিজেকে ‘গুড প্লেয়ার’ হিসাবে উল্লেখ করেন মিকা। তাঁর কথায়, ‘‘আই অ্যাম গুড অ্যাট বোথ। মাই পারফরম্যান্স ইজ অলওয়েজ গুড’’।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement