Mika Singh on Actress-MP Nusrat Jahan

নুসরতের মতো সাংসদ আগে দেখেননি, বসিরহাটে এসে মন্তব্য মিকা সিংহের

বসিরহাটে মিকা সিংহ, জমকালো অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নুসরত জাহান। তারকা সাংসদের প্রশংসায় গায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮
Share:

নুসরতের প্রশংসায় পঞ্চমুখ মিকা। ছবি: সংগৃহীত।

বসিরহাট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে মিকা সিংহ। গায়ককে স্বাগত জানাতে হাজির ছিলেন সেখানকার তারকা সাংসদ নুসরত জাহান। পরনে ফ্লুরোসেন্ট সবুজ জ্যাকেট, কালো ক্রপ টপ কালো প্যান্টে গায়কের সঙ্গে মঞ্চে রীতিমতো নাচলেন, কখনও দু’কলি গাইলেন নুসরত। যা দেখে অভিভূত গায়ক। বললেন ‘‘এমন সাংসদ আগে দেখিনি, এত ফিট।’’

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটবাসীর সঙ্গে মিকা সিংহের গান উপভোগ করলেন সেখানকার তারকা সাংসদ নুসরত। মঞ্চে মিকার গানে তালে নাচলেন, কলেজ পড়ুয়াদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন। সাংসদকে ভাংড়ার ছন্দে নাচার অনুরোধ করলেন মিকা। প্রথম একটু নিমরাজি থাকলেও পরে নাচলেন সাংসদ।

মিকার গাওয়া ‘টেল মি সামথিং’ গানে গলাও মেলাতে দেখা গিয়েছে নুসরতকে। শুধু তাই নয়, মিকার গাওয়া সেই গানে স্বামী যশের উদ্দেশে ইনস্টাগ্রামে শেয়ার করলেন নুসরত। জমকালো এই অনুষ্ঠানের শেষে মিকা সিংহকে ধন্যবাদ জানান নুসরত। বসিরহাটবাসী মিকা সিংহকে পেয়ে যে খুশি জানালেন সাংসদ। পাল্টা নুসরতকেও ধন্যবাদ জানালেন বসিরহাটবাসী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন