Mimi Chakraborty & Subhashree Ganguly

দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিমির তুলনা! শুভশ্রীর গালে চুম্বন করে কী বললেন নায়িকা?

একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি মিমি ও শুভশ্রী। কিন্তু সাম্প্রতিক কালে যখনই কোনও অনুষ্ঠানে দু’জনের দেখা হয়েছে, সৌজন্য বজায় রেখেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০
Share:

শুভশ্রীর গালে মিমির চুম্বন! ছবি: সংগৃহীত।

একসময়ে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা। কিন্তু, ধীরে ধীরে বদলেছে সমীকরণ। কথা হচ্ছে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এ বার একটি ভিডিয়োয় বলিউডের দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিমির তুলনা করলেন শুভশ্রী।

Advertisement

একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি মিমি ও শুভশ্রী। কিন্তু সাম্প্রতিক কালে যখনই কোনও অনুষ্ঠানে দু’জনের দেখা হয়েছে, সৌজন্য বজায় রেখেছেন তাঁরা। এমনকি মিমির ‘দুষ্টু কোকিল’ গানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেচেছেন শুভশ্রী। দর্শকাসনের সামনের সারিতে বসে করতালি দিয়েছেন মিমি। এ বার একসঙ্গে সমাজমাধ্যমে একটি রিল ভাগ করে নিলেন দুই নায়িকা।

শুভশ্রী বলেন, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের বাংলায় আছে মিমি!” এই শুনে হই হই করে ওঠেন মিমি ও শুভশ্রীর সহকারীরা। সঙ্গে সঙ্গে শুভশ্রীকে জড়িয়ে ধরে মিমি বলেন, “লেডি সুপারস্টার।” বলার সঙ্গে সঙ্গে শুভশ্রীর গালে চুম্বন করেন অভিনেত্রী। ভিডিয়োটি ভাগ করে নিয়ে দুই নায়িকা লিখেছেন, “এই বছরের সেরা যুগলবন্দি।” ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই দুই নায়িকার ভক্তকুল উচ্ছ্বসিত। তাঁরা জানান, একসঙ্গে দুই নায়িকাকে কোনও ছবিতে দেখার অপেক্ষা করছেন।

Advertisement

অথচ, একটা সময়ে দুই নায়িকার মধ্যে ছিল না কোনও কথা। শুভশ্রীর সঙ্গে বিয়ের আগে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিলেন মিমি, এমনই শোনা যায়। কিন্তু অতীত ভুলে এগিয়েছেন তাঁরা সকলেই। এমনকি চলতি বছরে মিমির জন্মদিনে শুভশ্রীর তরফ থেকে এসেছিল উপহারও। মিমি নিজেই উপহারের সেই ছবি ভাগ করে নিয়েছিলেন ইনস্টা স্টোরিতে। সুন্দর একটি ফুলের তোড়া মিমিকে উপহার দিয়েছিলেন শুভশ্রী। তবে উপহারের গায়ে অবশ্য লেখা ছিল ইউভান এবং ইয়ালিনীর নাম। মিমি ফুলের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘ধন্যবাদ। পুচকুগুলোকে অনেক আদর।’’ এই পোস্টে শুভশ্রীকে ট্যাগও করেছিলেন মিমি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement