New Film Of Minister Bratya Basu

সম্পর্কের টানাপড়েনে জেরবার লোকনাথ! তাঁকে সামলাতে আসছেন চঞ্চল! থাকবেন ব্রাত্য, কুণালও?

প্রান্তবয়সে পৌঁছে শেষে প্রেমে পড়লেন অভিনেতা! আনন্দবাজার ডট কম খোঁজ নিতেই মুখে কুলুপ তাঁর। চমকের নাকি আরও বাকি!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৯:২৮
Share:

মন্ত্রী ব্রাত্য বসুর ছবিতে লোকনাথ দে, সীমা বিশ্বাস, কুণাল ঘোষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বড় পর্দা থেকে সিরিজ়— এই মুহূর্তে বহুচর্চিত অভিনেতা লোকনাথ দে। যে কোনও চরিত্রে অনায়াসে মানিয়ে নেন নিজেকে। তাঁর অভিনয়গুণে জীবন্ত হয়ে ওঠে সেই চরিত্র। গুঞ্জন, সেই অভিনেতার পুরনো প্রেম নাকি ফিরছে!

Advertisement

সত্যিই এ রকম কিছু ঘটছে অভিনেতার জীবনে? এই পর্যন্ত পড়ে যাঁরা বিস্মিত তাঁদের জন্য আসল খবর, মন্ত্রী-পরিচালক-অভিনেতা ব্রাত্য বসু নতুন ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প তাঁর আগামী ছবি ‘টান’-এর বিষয়।

এক প্রবীণের জীবনে ফিরে আসবেন তাঁর প্রেমিকা। এ দিকে, ওই প্রবীণের সংসার-সন্তান সবই আছে। এই চরিত্রে দেখা যাবে লোকনাথকে। তাঁর প্রেমিকার চরিত্রে ‘ব্যান্ডিট কুইন’ সীমা বিশ্বাস। চমকের আরও বাকি। ছবিতে লোকনাথের ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবং এই ছবিতে ফের দেখা যাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকে!

Advertisement

ব্রাত্য বসুর পরিচালনায় চঞ্চল চৌধুরী। ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কম এঁদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি ব্রাত্যর আগামী ছবির কেন্দ্রীয় চরিত্র, এ খবরে সিলমোহর দিয়েছেন লোকনাথ। সীমা এবং কুণাল এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ। রাজনীতি এবং সাংবাদিকতা সামলে কুণাল সম্প্রতি অভিনয়েও যোগ দিয়েছেন। তাঁর প্রথম কাজ অরিন্দম শীলের ‘কর্পূর’। খবর, সেখানে তিনি বাম দলের দাপুটে রাজনৈতিক নেতার ছায়ায় তৈরি এক চরিত্রে অভিনয় করছেন। এ বারে কোন চরিত্রে তিনি? শোনা গিয়েছে, ব্রাত্যর ছবিতেও তিনি রাজনৈতিক নেতাই হবে। তবে শাসক দল না বিপক্ষের, সেটা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনেতা নির্বাচন এবং তাঁদের ‘লুক’ নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে পুজোর পরে, অক্টোবরে ছবির শুটিং শুরু করবেন মন্ত্রীমশাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement