Mithai

Mithai: সঙ্গে ‘শিব’ রুবেল, এ বার পুজোয় ‘মিঠাই’ আসছে দুর্গা হয়ে?

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। সপরিবারে আসছেন মা দুর্গা। পর্দার দুর্গা হয়ে নাকি আগমন ঘটবে ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৫:১৩
Share:

নতুন রূপে আসছেন সৌমিতৃষা-রুবেল?

বাকি আর মাত্র ৯০ দিন। তার পরেই দুর্গাপুজোয় মেতে উঠবে বাঙালি। দেবীপক্ষের অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন অনেকেই। সেই অপেক্ষাকেই আরও একটু উস্কে দিচ্ছে টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনীর নতুন খবর।

Advertisement

টলিপাড়ায় শোনা যাচ্ছে, জি বাংলায় মহালয়ার ভোরের এই অনুষ্ঠানে এ বার নাকি মা দুর্গা হয়ে দেখা দেবেন ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। তাঁর ‘শিব‌’ রুবেল দাস।

সত্যি নাকি? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল রুবেলের সঙ্গে। অভিনেতা অবশ্য বলেন, “সবটাই এখনও মৌখিক স্তরে। চূড়ান্ত কিছুই হয়নি। চ্যানেলের সঙ্গে পাকাপাকি কথা হলে তখনই বলতে পারব।” অন্য দিকে সৌমিতৃষার ফোন বেজে গিয়েছে।

Advertisement

‘মিঠাই’ দর্শকের ভীষণ প্রিয়। মিষ্টি মেয়ে আর তার উচ্ছেবাবুকে নিয়ে দর্শকমহলে উত্তেজনা কম নেই।

অন্য দিকে সদ্য শেষ হয়েছে রুবেলের ‘যমুনা ঢাকি’। যেখানে সঙ্গীত-যমুনা জুটিকেও বিপুল ভালবাসা দিয়েছেন দর্শক।

এ বার শিব-পার্বতী রূপে কি নতুন জুটি হয়ে উঠবেন রুবেল-সৌমিতৃষা? কতটা ভালবাসা কুড়োবেন দু’জনে? সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement