Bengali Serials

TV Serial: মহারাজের জয়! ‘দাদাগিরি’ দ্বিতীয়, ভুল ঢাক বাজিয়েও তৃতীয় ‘যমুনা ঢাকি’

পুজোর আগে তোলপাড় সপ্তাহ! ‘মিঠাই’ সেরা-ই, প্রথম পাঁচে নেই ‘সর্বজয়া’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৬:৩২
Share:

রাজকীয় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’র।

পুজোর আগে তোলপাড়!

রাজকীয় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’র। ৮.১ পেয়ে তালিকায় দ্বিতীয় স্থান দখল করে ফেলেছে জনপ্রিয় এই ক্যুইজভিত্তিক অনুষ্ঠান। অন্য দিকে, ঢাকে ভুল বোল তুলে, মিমের শিকার হয়েও তৃতীয় ‘যমুনা ঢাকি’! প্রাপ্ত নম্বর ৭.৯। নিজের জায়গা থেকে অবশ্য এক চুলও নড়ানো যায়নি পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘মিঠাই’-কে। ছোট পর্দায় ইতিহাস গড়ে টানা দু’মাসের বেশি ‘বাংলার সেরা ধারাবাহিক’-এর শিরোপা তার দখলেই। ১০.৬ পেয়ে চলতি সপ্তাহেও ফের সেরার সেরা।

Advertisement

নিজের জায়গা থেকে এক চুলও নড়ানো যায়নি পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘মিঠাই’-কে।

এই সপ্তাহে ম্লান দেবশ্রী রায়ের ‘জাদু’। প্রথম পাঁচের তালিকা থেকে ছিটকে গিয়েছে সর্বজয়া! হাড্ডাহাড্ডি লড়াই ‘অপরাজিতা অপু’, ‘উমা’, আর ‘রাসমণি’র। ৭.৬ পেয়ে যৌথ ভাবে চতুর্থ স্থানে ‘উমা’ আর ‘রাসমণি’। ৭.১ পেয়ে পঞ্চম ‘অপরাজিতা অপু’।

চলতি সপ্তাহে চ্যানেলের ফারাক প্রায় নেই বললেই চলে। তালিকা বলছে, সার্বিক ফলাফলও ভাল নয়। মাত্র দু’নম্বর বেশি পেয়ে স্টার জলসার চেয়ে এগিয়ে জি বাংলা। তার মোট নম্বর ৫৮২। স্টার জলসা পেয়েছে ৫৮০। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন