Mithun Chakraborty

‘মদ্যপান ছেড়ে দিয়েছি’, কেন কোনও ‘ফিল্মি পার্টি’-তে যান না মিঠুন চক্রবর্তী?

চারশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন তিনি। কোনও ছবির বিশেষ অনুষ্ঠান থাকলে বরাবরই আমন্ত্রণ পান। কিন্তু কোথাও যান না অভিনেতা মিঠুন চক্রবর্তী। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১০:০২
Share:

কোনও পার্টিতেই কেন দেখা যায় না মিঠুনকে? ছবি: সংগৃহীত।

সিনেজগতে পার্টি, খাওয়া-দাওয়া নতুন কিছু ব্যাপার নয়। যে কোনও ছবির সাফল্যে, ছবির ৫০ দিন অতিক্রম হলে সেই আনন্দে বিশেষ আয়োজন করা হয়। এমনই ‘ফিল্মি পার্টি’ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এখনও পর্যন্ত চারশোর কাছাকাছি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। কোনও ছবির বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পান বরাবর। কিন্তু কোনও পার্টিতেই কেন দেখা যায় না তাঁকে?

Advertisement

অভিনেতার স্পষ্ট উত্তর, “আমি মদ্যপান অনেক দিন হল ছেড়ে দিয়েছি। গসিপ করতেও পছন্দ করি না। তাই কোনও পার্টিতে আমি যাই না। আমার চারপেয়ে পোষ্য, গাছপালা নিয়ে আমি ভাল আছি। তা ছাড়া আমার রান্না করতে খুব ভাল লাগে। আমি তা নিয়েই এই বেশ ভাল আছি। তাই আমি কোনও পার্টিতে যাই না।”

উল্লেখ্য, এই বয়সেও সমানে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, এখন আর সব ধরনের ছবিতে তিনি অভিনয় করতে চান না। তিনি এখন এমন কিছু চরিত্রে অভিনয় করতে চান যা তাঁকে সমৃদ্ধ করবে। সম্প্রতি, অভিনেতা মিঠুনকে ‘প্রজাপতি ২’ ছবিতে দেখেছে দর্শক। দেব এবং মিঠুন জুটির প্রত্যাবর্তনে খুশি তাঁদের অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement