দিশা-তলবিন্দরকে কটাক্ষ করেই হঠাৎ পিছু হঠলেন সনী! ছবি: সংগৃহীত।
দিশা পটানী-তলবিন্দর সিংহ সিদ্ধুর কাহিনির পরতে পরতে চমক! কখনও তাঁদের সম্পর্ক আলোচনার কেন্দ্রে। কখনও পঞ্জাবি গায়কের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য! যদিও সদ্য সনী সাফ জানিয়েছেন, তিনি কোনও ভাবেই তলবিন্দরের সঙ্গে যুক্ত নন।
দিন দুই আগের কথা। অভিনেত্রী কৃতি সেননের বোন নুপূর সেননের বিয়ের প্রীতিভোজে জোড়ে উপস্থিত দিশা-তলবিন্দর। সেই অনুষ্ঠানে গায়ক পৌঁছোলেন মুখোশহীন অবস্থায়! উভয়কে খোশমেজাজে হাসি-ঠাট্টায় মাততেও দেখা গিয়েছে। সেই ছবি, সেই ভিডিয়ো ভাইরাল হতেই সনী সমাজমাধ্যমে একটি মন্তব্য করেন। লেখেন, “শুধু এইচআইভি বা যৌনরোগ নয়, মানুষ কিন্তু অভিশাপ এবং দুর্ভাগ্যও বহন করে। আপনি কার সঙ্গে থাকছেন সে বিষয়ে সতর্ক হোন।” সঙ্গে সঙ্গে নতুন গুঞ্জনের শুরু। ছড়িয়ে যায়, সনী নাকি তলবিন্দরের প্রাক্তন প্রেমিকা!
এই নিয়ে অবশেষে মুখ খুলেছেন পেশায় মডেল সেই কন্যে। তাঁর সাফ দাবি, “তলবিন্দরের সঙ্গে আমার নাম জড়াবেন না। ওঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” সনীর কথায়, “আমি ১৫ বছরেরও বেশি সময় ধরে মডেলদুনিয়ায়। যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছি। আমি সেই সুনামের মূল্য দিই। আমি চাই না, আমার নাম কারও অতীত বা বর্তমান সম্পর্কের সঙ্গে যুক্ত হোক। বিতর্কের মাধ্যমে প্রচার পেতেও চাই না। অনুগ্রহ করে আমার নাম তলবিন্দরের সঙ্গে যুক্ত করা বন্ধ করুন। মাত্র একদিনই কোনও একটি অনুষ্ঠানে ওঁর সঙ্গে কিছু কথা হয়েছিল। এর বেশি আর কিছুই না।”