Rasika Duggal birthday

‘মির্জ়াপুর’ থেকে ‘দিল্লি ক্রাইম’! অভিনয়ে মুগ্ধ করেছেন ৪১ বছরের রসিকা, তাঁর সম্পত্তির পরিমাণ কত?

১৭ জানুয়ারি ৪১ বছরের জন্মদিন রসিকার। দীর্ঘ সময় ধরে বলিউডে রয়েছেন অভিনেত্রী। ‘দিল্লি ক্রাইম’-এ নীতি সিংহের চরিত্রেও প্রশংসিত তিনি। তবে তা সত্ত্বেও বলিউডের বড় প্রযোজনা সংস্থার বড় বাজেটের ছবিতে সেই ভাবে দেখা যায়নি রসিকাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৫
Share:

রসিকার সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

বলিউডে বর্তমানে দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম রসিকা দুগ্গল। ‘মান্টো’ ছবিতে নওয়াজ়উদ্দীন সিদ্দীকী অর্থাৎ ‘মান্টো’র বিপরীতে অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন অভিনেত্রী। তার পরে একাধিক শক্তিশালী চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যে অন্যতম হল ‘মির্জ়াপুর’ সিরিজ়ে বীণা ত্রিপাঠীর চরিত্র। ‘দিল্লি ক্রাইম’-এ নীতি সিংহের চরিত্রেও প্রশংসিত তিনি। তবে তা সত্ত্বেও বলিউডের বড় প্রযোজনা সংস্থার বড় বাজেটের ছবিতে সেই ভাবে দেখা যায়নি রসিকাকে। কিন্তু তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয় করেই নিজের ভিত শক্ত করেছেন অভিনেত্রী।

Advertisement

১৭ জানুয়ারি ৪১ বছরের জন্মদিন রসিকার। দীর্ঘ সময় ধরে বলিউডে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮ থেকে ২২ কোটি টাকার মধ্যে। এর মধ্যে অধিকাংশ এসেছে অভিনেত্রীর ওটিটি মঞ্চের কাজ থেকে। ‘দিল্লি ক্রাইম’-এর তৃতীয় সিজ়নে প্রতি পর্বের জন্য ৪-৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। ‘মির্জ়াপুর’-এ প্রতি পর্বে ২ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। এ ছা়ড়া ‘মেড ইন হেভেন’, ‘আউট অফ লভ’, ‘অধুরা’, ‘শেখর হোম’ ইত্যাদিতে কাজ করেও সা়ড়া ফেলেছিলেন রসিকা। ‘হামিদ’ ছবিতে হামিদের মায়ের চরিত্রেও নজর কেড়েছিলেন তিনি।

২০০৭ সালে ‘আনওয়ার’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন রসিকা। এর পরে প্রায় ১৫টি ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে মুম্বইয়ের একটি বিলাসবহুল আবাসনে স্বামী মুকুল চড্‌ঢার সঙ্গেই থাকেন রসিকা। তবে ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন তিনি। তাই ব্যক্তিজীবন বা কোনও গুঞ্জনের জন্য কখনও খবরে উঠে আসেননি তিনি। কেবল বার বার প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement