বিতর্কে অ্যায় দিল

বাবাকে ‘অপমান’! কর্ণকে ক্ষমা চাইতে বললেন রফি-পুত্র শাহিদ

বিতর্ক থামছে না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে। এ বার ছবিতে মহম্মদ রফিকে ব্যঙ্গ করে একটি সংলাপের জন্য পরিচালক কর্ণ জোহরকে ক্ষমা চাইতে বললেন গায়কের ছেলে শাহিদ রফি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ০২:০৮
Share:

শাহিদ রফি

বিতর্ক থামছে না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে। এ বার ছবিতে মহম্মদ রফিকে ব্যঙ্গ করে একটি সংলাপের জন্য পরিচালক কর্ণ জোহরকে ক্ষমা চাইতে বললেন গায়কের ছেলে শাহিদ রফি।

Advertisement

সদ্য মুক্তিপ্রাপ্ত কর্ণের ছবিটিতে আয়ান, অর্থাৎ রণবীর কপূর এক জন গায়কের চরিত্রে। একটি জায়গায় অনুষ্কা শর্মা অভিনীত আলিজানকে তিনি বলেছেন, লোকজন বলে তাঁর গলা মহম্মদ রফির মতো। আলিজানের পাল্টা প্রশ্ন, ‘‘মহম্মদ রফি? যিনি গাইতেন কম, কাঁদতেন বেশি, তাই না?’’ ছবির এই সংলাপেই চটেছেন রফি-পুত্র শাহিদ। তিনি বলেছেন, ‘‘কর্ণ জোহর এক জন বড় মাপের পরিচালক। আমি জানি না তিনি কী ভাবে নিজের ছবিতে এই সংলাপ ব্যবহার করলেন। আমি এখনও পুরো ছবিটি দেখিনি। শুধু ওই অংশটুকু দেখেছি। আমি চাই কর্ণ জনসমক্ষে ক্ষমা চান এর জন্য।’’ ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়ার কথাও তুলেছেন তিনি।

সব চেয়ে বড় কথা, ছবিটির নামও রফির গাওয়া একটি গানেরই প্রথম কলি। ১৯৫৬ সালে সিআইডি ছবির জন্য তিনি গেয়েছিলেন সেই গান, ‘‘অ্যায় দিল হ্যায় মুশকিল জিনা ইঁয়াহা’’। ফলে রফিকে নিয়ে ছবির এই সংলাপে ক্ষুব্ধ গায়কের ভক্তরাও।

Advertisement

রফির ভক্তদের থেকেই প্রথম তাঁর বাবাকে নিয়ে এই সংলাপের কথা জানতে পারেন শাহিদ। তিনি জানান, ছবির ওই অংশটি দেখা ইস্তক তিনি ভেঙে পড়েছেন। তাঁর বক্তব্য, বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে বা সাধারণ মানুষের কথাবার্তায় মহম্মদ রফির গানের কথা উঠে আসে। কিন্তু সে সবই ভাল কথা। তবে কেন
হঠাৎ এই অপমান?

শাহিদের কথায়, ‘‘৩৬ বছর বাদেও আমার বাবার স্মরণে অনুষ্ঠান হয়। মানুষ এখনও তাঁকে মনে রেখেছে। ছবির সংলাপ লেখক তাঁর সম্পর্কে কতটুকু জানেন? পরবর্তী প্রজন্মের সামনে রফির কোন ছবি তুলে ধরছেন তিনি?’’ এই বিষয়ে কর্ণের সঙ্গে শীঘ্রই কথা বলবেন বলেও জানান শাহিদ রফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন