মৈনাক আউট, এ বার কার প্রেমে পড়বেন এনা?

জমে উঠেছে বিগ বসের খেল। গত রবিবার এই রিয়ালিটি গেম শো থেকে বাদ পড়েছেন টলিউড অভিনেতা মৈনাক। দর্শকদের ভোট না পাওয়ায় তো বাড়ির বাইরে চলে গেলেন নায়ক। কিন্তু এনার তা হলে কী হবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১৪:০৩
Share:

জমে উঠেছে বিগ বসের খেল। গত রবিবার এই রিয়ালিটি গেম শো থেকে বাদ পড়েছেন টলিউড অভিনেতা মৈনাক। দর্শকদের ভোট না পাওয়ায় তো বাড়ির বাইরে চলে গেলেন নায়ক। কিন্তু এনার তা হলে কী হবে?

Advertisement

কেন এই প্রশ্ন উঠছে জানেন?

এই গেম শো-তে খেলতে এসে প্রথমে কোরিওগ্রাফার স্যান্ডির প্রেমে মজেছিলেন এনা। আগের সপ্তাহে দর্শকদের ভোট না পাওয়ায় তাঁকে বাদ যেতে হয়েছিল। স্যান্ডির জন্য এক বেলা চোখের জল ফেলেই নাকি মৈনাকের প্রেমে পড়েন এনা। কিন্তু গতকাল তিনিও বাদ পড়লেন। এ বার কার সঙ্গে প্রেম করবেন এনা? ঘরের ভিতরে বা বাইরে এখন এ নিয়েই কৌতূহল তুঙ্গে।

Advertisement

বিগ বসে গিয়ে কেউ অন্যের সমালোচনায় ব্যস্ত, কেউ বা শুধুই কেঁদে চলেছেন— কিন্তু এনা তো ঘরে ঢুকেই কারও না কারও প্রেমে পড়ে যাচ্ছেন!

হু’জ দ্য নেক্সট?

আরও পড়ুন

বিগ বস বাংলা দেখছেন তো? কাকে পছন্দ?

সেকি! এ বার মৈনাকের সঙ্গে প্রেম করছেন এনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement