Entertainment News

‘মনসুন শুটআউট’-এর নতুন গানে ফের মন ছুঁলেন অরিজিৎ

বহু বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘মনসুন শুটআউট’। আর সেই ছবিতে অরিজিতের প্রমোশনাল গান ‘পল’, নতুন করে মন ছুঁয়ে গেল শ্রোতাদের। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সুপার হিট ‘পল’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ১২:৪৫
Share:

‘মনসুন শুটআউট’-এর নতুন গানে অরিজিৎ। ছবি: ইউটিউবের সৌজন্যে।

‘পল’-এর কথা-সুর যেন সত্যিই ‘মুহূর্ত’ হয়ে ধরা রইল অরিজিৎ সিংহের গলায়।

Advertisement

বহু বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘মনসুন শুটআউট’। আর সেই ছবিতে অরিজিতের প্রমোশনাল গান ‘পল’, নতুন করে মন ছুঁয়ে গেল শ্রোতাদের। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সুপার হিট ‘পল’।

অমিত কুমার পরিচালিত ‘মনসুন শুটআউট’ মুক্তি পেয়েছিল ২০১৩-র কান ফিল্ম ফেস্টিভ্যালে। কিন্তু নানা সমস্যার কারণে ভারতে সেই ছবি মুক্তির আলো দেখেনি এতদিন। অবশেষে ১৫ ডিসেম্বর সিনেমা হলে আসতে চলেছে এই ছবি। দু’দিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলর। সমালোকচদের যথেষ্ট প্রশংসাও পেয়েছে ‘মনসুন শুটআউট’-এর ট্রেলর। এ বার সেই ছবির একমাত্র গান মুক্তি পেল।

Advertisement

দেখুন সেই ভিডিও

গানের ভিডিওতে উপস্থিত রয়েছেন খোদ গায়ক অরিজিৎ সিংহও। পাশাপাশি ছবির কলাকুশলীরাও রয়েছেন ‘পল’ গানটিতে। নওয়াজউদ্দিন সিদ্দিকি, সৃজিতা দে, বিজয় বর্মা, গীতাঞ্জলী থাপাকেও দেখা গিয়েছে গানটিতে।

‘পল’-এর গীতিকার সুমন্ত বধেরা এবং সুরকার রোচাক কোহলি। মুক্তির কিছুক্ষণের মধ্যেই এই গানের ভিউ সাড়ে ৮ লক্ষ ছাড়িয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement