টলিউডের সেই সব স্পর্শকাতর ব্রেকআপ

ভাগ্যবান প্রেমিকদের সংখ্যা নেহাতই কম। মনে আছে সেই গান? সেই নাগরিক ব্যান্ড গেয়েছিল, ‘ভালবাসা প্যাঁচপয়জার একখানা প্রেম হয় যার। জেনে রেখো সেই প্রেমিক ভাগ্যবান...’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ১২:১০
Share:

ভাগ্যবান প্রেমিকদের সংখ্যা নেহাতই কম। মনে আছে সেই গান? সেই নাগরিক ব্যান্ড গেয়েছিল, ‘ভালবাসা প্যাঁচপয়জার একখানা প্রেম হয় যার। জেনে রেখো সেই প্রেমিক ভাগ্যবান...’। তবে জনশ্রুতি বলে, প্রেমিকদের নাকি প্রেম লেগেই থাকে। প্রেম যেমন ভাবে গড়ে দেয় হৃদয়, তা ভাঙে, মচকায়ও। তার পর আরও অবাক করে সেই ভগ্ন হৃদয়েই আবার প্রেম আসে। বলিউড তারকাদের ব্রেকআপ আকছার হচ্ছে। ফের প্যাচ আপও হয়। এই যেমন অনুষ্কা ম্যাডাম আর বিরাট স্যর। কানাঘুষোয় তাঁদের ব্রেকআপের খবর ছড়িয়েছিল। কিন্তু ক’দিন আগেই তাঁরা গোয়ায় এক ট্রিপ সেরে ফিরলেন। এগুলো তো গেল বলিউডি ব্রেকআপ। আমাদের টলি ব্রেকআপের সংখ্যাও নেহাত কম নয়।

Advertisement

উঁকি দেওয়া যাক সাড়া জাগানো তেমনই কিছু বঙ্গ-ব্রেকআপে।

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকী কেমন কাটালেন ডিম্পি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement