ইচ্ছাপূরণের আশায় মুগ্ধা

২০০৮-এ মধুর ভান্ডারকর পরিচালিত ‘ফ্যাশন’ ছবিতে প্রথমবার দেখা যায় মডেল মুগ্ধা গডসেকে। এর পর আরও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ের পর ২০১৪-এ ‘খতরো কে খিলাড়ি’ নামে টেলিভিশনের এক রিয়ালিটি শো-তেও অংশ নেন মুগ্ধা। তবে ইদানিং কেরিয়ারে ভাঁটা চলছিল সুন্দরীর। তাই বোধহয় মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোমিলা’-র জন্য আগাম প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০০:০০
Share:

২০০৮-এ মধুর ভান্ডারকর পরিচালিত ‘ফ্যাশন’ ছবিতে প্রথমবার দেখা যায় মডেল মুগ্ধা গডসেকে। এর পর আরও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ের পর ২০১৪-এ ‘খতরো কে খিলাড়ি’ নামে টেলিভিশনের এক রিয়ালিটি শো-তেও অংশ নেন মুগ্ধা। তবে ইদানিং কেরিয়ারে ভাঁটা চলছিল সুন্দরীর। তাই বোধহয় মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোমিলা’-র জন্য আগাম প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি।

Advertisement

এই ছবিতে তিনি এক বঙ্গললনার চরিত্রে অভিনয় করেছেন। তাই হয়ত পরনে ছিল লালপেড়ে সাদা শাড়ি। সঙ্গে বড় ঝোলা দুলে বেশ মানিয়েছিল মুগ্ধাকে। মন্দিরে তাঁর সঙ্গী ছিলেন ‘স্ক্রিন-পার্টনার’ নবাগত কুশল টন্ডন। তবে গণপতির আলয়ে মুগ্ধা-কুশলের অন্য কোনও কেমিস্ট্রি তৈরি হল কি? উত্তর রয়েছে ভবিষ্যতের গর্ভে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement