রিপ! ফুটবলার মহম্মদ আলি প্রয়াত!

একটা দু’লাইনের টুইট, আর তাতেই ফেমাস সোশ্যাল মিডিয়ায়! হবে নাই বা কেন! এই দু’লাইনই যে চমকে দিয়েছে দেশের সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষকে। জানেন মহম্মদ আলি কে? কেন এই নামটা বিশ্বখ্যাত? উত্তরটা আপনিও জানেন নিশ্চই! হ্যাঁ, ঠিকই ধরেছেন, উনি এক জন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। মারাদোনা, মেসি, রোনাল্ডোর চেয়ে অনেক গুণে ভাল! ধাক্কা লাগল বুঝি!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০১:২৯
Share:

একটা দু’লাইনের টুইট, আর তাতেই ফেমাস সোশ্যাল মিডিয়ায়!
হবে নাই বা কেন! এই দু’লাইনই যে চমকে দিয়েছে দেশের সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষকে। জানেন মহম্মদ আলি কে? কেন এই নামটা বিশ্বখ্যাত? উত্তরটা আপনিও জানেন নিশ্চই! হ্যাঁ, ঠিকই ধরেছেন, উনি এক জন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। মারাদোনা, মেসি, রোনাল্ডোর চেয়ে অনেক গুণে ভাল! ধাক্কা লাগল বুঝি!
আপনারও কি মনে হচ্ছে, ‘আমি কি তা হলে ভুল জানতাম’! না না আপনি, আমি এবং আমাদের মতো আরও অনেকেই আজ একটা খবরে বেশ শূন্যতা অনুভব করছি। কারণ, ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিংয়ের স্বর্ণ যুগের অন্যতম এক জন আর আমাদের মধ্যে নেই। অদ্ভুত ভাবে তাঁর নামও মহম্মদ আলি! তাঁর মৃত্যুর খবরে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যখন লক্ষ লক্ষ শোকবার্তা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, ঠিক তখনই অনাদিতা পটেল টুইটারে তাঁর শোকবার্তায় লেখেন, ‘‘রিপ মহম্মদ আলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। মারাদোনা, মেসি, রোনাল্ডোর চেয়ে অনেক গুণে ভাল!’’ ব্যস অনাদিতার শোকবার্তা যেন ঝড়ের মতো আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়ার বুকে। কারণটা অবশ্যই ফুটবলার মহম্মদ আলি কে বা কোন দেশের ফুটবলার বা কী ভাবে তিনি মারাদোনা, মেসি, রোনাল্ডোর চেয়ে অনেক গুণে ভাল তা জানার জন্য নয়! সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হল, কে এই অনাদিতা পটেল, তা জানার জন্য!
আর দেখতে দেখতে কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমতো ‘ফেমাস’ হয়ে গেলেন এই অনাদিতা পটেল। ভাবা যায়! বক্সার মহম্মদ আলিকে তো আমরা সবাই চিনি। কিন্তু অনাদিতা না বলে দিলে ক’জনই বা জানত বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মহম্মদ আলির কথা! আর কী অদ্ভুত মিল এই দু’জনের মধ্যে! দু’জনেরই মৃত্যু একই বছরের একই দিনে!

Advertisement

আরও পড়ুন...
সাইকেলটা চুরি না হলে বোধহয় মহম্মদ আলি জন্মাতেনই না

যাই হোক ঠাট্টা অনেক হল। অনাদিতা পটেলের এই টুইট একটা কথা ভাবতে বাধ্য করেছে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকাটা বোধহয় এখন খুব জরুরি একটা কাজ। আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ নেই মানে হয়তো ‘আপনি আর নেই’-এর মতো কিছু ব্যপার! না হলে এমন একটা টুইট করার কী দরকার আছে বলুন! সবাই সব বিষয়ে জানবেন তার কোনও মানে নেই। সবার সব বিষয়ে জানা সম্ভবও নয়। কিন্তু যাঁকে একেবারেই জানি না, চিনি না, তাঁর মৃত্যুতে শোকবার্তা জানানোর কী দরকার! বিশেষ করে যে শোকবার্তায় এটা স্পষ্ট যে আপনি মোটেও শোকাহত নন। আপনি শুধু সোশ্যাল মিডিয়ায় আপনার অস্তিত্ব জানান দেওয়ার জন্যই এই সব পোস্ট করে চলেছেন!

Advertisement

অনেকেই শোকাহত, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে আশ্রয় করে এ ভাবে বেঁচে থাকার চেষ্টায়! চেষ্টা কিন্তু সফল হয়েছে! কারণ, অনাদিতা পটেল নামটা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন