বেশ কিছু দিন ধরেই হৃতিক-কঙ্গনার বিতর্কিত সম্পর্ক নিয়ে উত্তাল সিনেটাউন। কঙ্গনার পাঠানো বেশ কিছু ই-মেল তাঁর লিখিত অভিযোগ-সহ মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় জমা দিয়েছিলেন হৃতিক। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে কঙ্গনা রানাউতের বয়ান রেকর্ড করল মুম্বইয়ের সাইবার পুলিশ। শনিবার কঙ্গনার বাড়িতেই তাঁর বয়ান রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, গত তিন মাস ধরে বার বার বলা সত্ত্বেও থানায় হাজিরা না দেওয়ায় এ দিন কঙ্গনার বান্দ্রা কুরলার আবাসনেই তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ। তবে ঠিক কী বয়ান দিয়েছেন নায়িকা তা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে মুম্বইয়ের সাইবার পুলিশ।
আরও পড়ুন
কিশোরীকে যৌন নির্যাতনে দোষী ক্যামেরনের ৬ বছরের কারাদণ্ড