Operation Sindoor 2025

‘অপারেশন সিঁদুর’-এর পরে কী বললেন একদা ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ মুনাওয়ার?

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মুনাওয়ার। হিন্দু ধর্ম নিয়ে তিনি নাকি আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৭:৫৪
Share:

‘অপারেশন সিঁদুর’ নিয়ে কী বললেন মুনাওয়ার? ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের ১৫ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। বুধবার সকাল হওয়ার পর থেকেই এই অভিযানের জন্য জয়জয়কার চলছে ভারতীয় সেনার। এই অভিযানের প্রশংসায় মুখ খুলেছেন বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিও।

Advertisement

এক সময় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মুনাওয়ার। হিন্দু ধর্ম নিয়ে তিনি নাকি আপত্তিকর মন্তব্য করেছিলেন। এমনই নানা বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার বেশ কয়েক বার। কিন্তু পহেলগাঁও কাণ্ডের নিন্দা করে সরব হয়েছিলেন কৌতুকশিল্পী। এ বার তিনি ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে মুখ খুললেন। তাঁর মতে, এমন দাওয়াই দরকার ছিল।

সমাজমাধ্যমে মুনাওয়ার লিখেছেন, “এমন জবাব ও বিচারের সত্যিই দরকার ছিল। যে মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, তাঁদের জন্য এমন প্রত্যাঘ্যাতেরই দরকার ছিল। মানবতার শত্রুদের জন্য এমন উত্তরই দরকার ছিল। জয় হিন্দ।”

Advertisement

‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করে মুখ খোলেন বলিউডের তারকারাও। সুনীল শেট্টি, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, নিমরত কৌর, সামান্থা রুথ প্রভু ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেছেন।

এই অভিযানের নাম কেন ‘অপারেশন সিঁদুর’ রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। অভিযোগ, পহেলগাঁওয়ে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন, যাঁদের সদ্য বিয়ে হয়েছিল। তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ওই ঘটনার পর সদ্যবিধবা মহিলাদের করুণ ছবি সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছিল। বিশেষ ভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি। সেই ছবি প্রতীকী হয়ে ওঠায়, এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এমনই অনুমান পর্যবেক্ষকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement