Entertainment News

আপনি ‘মুন্নাভাই’-এর ফ্যান? তা হলে সুখবর!

২০০৩-এ মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। ২০০৬-এ মুক্তি পায় তারই সিক্যুয়েল ‘লাগে রহো মুন্না ভাই’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৫:৪৮
Share:

মুন্নাভাই ও সার্কিট। ছবি: সংগৃহীত।

‘জাদু কি ঝাপ্পি’র কথা মনে আছে তো? ঠিক ধরেছেন ওটা ছিল ‘মুন্নাভাই’ স্পেশ্যাল। আপনি যদি সঞ্জয় দত্ত থুড়ি ‘মুন্নাভাই’-এর অনুরাগী হন, তা হলে আপনার জন্য সুখবর। কারণ আসতে চলেছে ‘মুন্নাভাই ৩’।

Advertisement

আরও পড়ুন, গৌরব আমার প্রথম প্রেম নয়, বললেন ঋদ্ধিমা

সদ্য মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের আসন্ন ছবি ‘ভূমি’র ট্রেলার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘মুন্নাভাই’কে গড়ে তোলার নেপথ্য কারিগর বিধু বিনোদ চোপড়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘তিন বছর ধরে মুন্নাভাই ৩ লেখার কাজ চলছে। অভিজাত জোশী লিখছেন। স্ক্রিপ্ট তৈরি হলেই আমরা শুটিং শুরু করব।’’

Advertisement

আরও পড়ুন, সঞ্জয় দত্তকে এ কী বললেন রণবীর!

২০০৩-এ মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। ২০০৬-এ মুক্তি পায় তারই সিক্যুয়েল ‘লাগে রহো মুন্না ভাই’। দু’টি ছবিই তুমুল বক্স অফিস সাফল্য পায়। পাশাপাশি ‘মুন্নাভাই’-এর চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন সঞ্জয় দত্ত। ফলে ফের ‘মুন্নাভাই’কে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সিনে দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement