Entertainment News

রাস্তায় দাঁড়িয়ে আবির-তনুশ্রী-পূজারিনির আড্ডা, কেন জানেন?

উত্তর লুকিয়ে রয়েছে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আসন্ন ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’-এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ১৮:২০
Share:

আড্ডায় তিন শিল্পী।

নববিবাহিত এক দম্পতি রাজারহাটে ফ্ল্যাট খুঁজতে বেরিয়েছেন। এক মাতব্বর ব্রোকারের পাল্লায় পড়েন তাঁরা। বাজেট অনুযায়ী ফ্ল্যাট পছন্দও হয়। কিন্তু অদ্ভুত কিছু শর্ত মেনে নিতে হয় দম্পতিকে। কখনও একটা দরজা বন্ধ করে রাখার শর্ত। কখনও বা পরিচারিকা জানিয়ে দেয়, ওই ফ্ল্যাটে দুপুরের পর আর সে কাজ করতে পারবে না। প্রতিবেশীদের সঙ্গে একে একে আলাপের পর ওই দম্পতি বুঝতে পারেন তাঁদের আচরণও কিছু ক্ষেত্রে অসংলগ্ন। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়?

Advertisement

উত্তর লুকিয়ে রয়েছে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আসন্ন ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’-এ। ঠিক এ ভাবেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। নবদম্পতির চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী। প্রথমে তনুশ্রীর চরিত্রটি সোহিনী সরকারের করার কথা ছিল। শনিবার মুক্তি পেল এই ছবির গান। সেই কারণেই রাস্তায় দাঁড়িয়ে ফোটোশুট করলেন ছবির তিন শিল্পী।

‘ফ্ল্যাট নং ৬০৯’-এ গানঘরের দায়িত্ব রাতুল শঙ্করের। এটি সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর দ্বিতীয় ছবি। অনুপম, ইমন, তিমির, উজ্জ্বয়িনীর গান এই ছবিতে বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, মাঝরাতে কোথায় গেলেন জয়া আর প্রিয়ঙ্কা?

‘অন্তর্লীন’-এর পর এটা অরিন্দমের দ্বিতীয় ছবি। তাঁর কথায়, ‘‘আইটি প্রফেশনালের চরিত্রে টলিউডে আবির ছাড়া কারও কথা মাথায় আসেনি।’’ আর আবির আগেই বলেছিলেন, ‘‘ডেবিউ ফিল্ম হিসেবে অরিন্দমের অন্তর্লীন খুব ভাল ছবি। এই গল্পটার স্টোরিলাইনও আমার ভাল লেগেছে বলেই কাজটা করেছি।’’

আবির, তনুশ্রী ছাড়াও এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পূজারিনি ঘোষ প্রমুখ।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন