দর্শকের খুশিতে আলিয়া খুশি

সকলেই জানেন, অভিনয়ের জন্য চেষ্টার ত্রুটি রাখেন না তিনি। চরিত্রের প্রয়োজনে কম খেয়ে রোগা হওয়া থেকে মেকআপ ছাড়া অভিনয়, ছবির খাতিরে আলিয়া ভট্ট এতটাই নিবেদিত প্রাণ। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকে আজ পর্যন্ত নিজেকে আমূল বদলে নিয়েছেন আলিয়া ভট্ট।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০০:৩৯
Share:

সকলেই জানেন, অভিনয়ের জন্য চেষ্টার ত্রুটি রাখেন না তিনি। চরিত্রের প্রয়োজনে কম খেয়ে রোগা হওয়া থেকে মেকআপ ছাড়া অভিনয়, ছবির খাতিরে আলিয়া ভট্ট এতটাই নিবেদিত প্রাণ। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকে আজ পর্যন্ত নিজেকে আমূল বদলে নিয়েছেন আলিয়া ভট্ট। ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগি’ বা ‘উড়তা প়ঞ্জাব’ ছবিগুলো তার প্রমাণ। দর্শক-সমালোচকদের প্রশংসা জুটলেও, এ বছরও সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার হাতে উঠল না তাঁর! অনেকেই মনে করছিলেন, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে তাঁর অভিনীত চরিত্র পুরস্কার পাবে। কিন্তু সেরা অভিনেত্রীর জন্য স্পেশ্যাল মেনশন পেলেন সোনম কপূর। আলিয়ার সেটা খারাপ লাগেনি? ‘‘আমি তো পুরস্কারের কথা ভেবে ছবিতে অভিনয় করি না। ‘উড়তা পঞ্জাব’ যখন রিলিজ করেছিল, তখন দর্শকদের খুব ভাল লেগেছিল। এটাই তো সবচেয়ে বড় পাওনা। ন্যাশনাল অ্যাওয়ার্ডকে আমি ছোট করছি না, কিন্তু দর্শকদের যে ভালবাসা আমি পেয়েছি সেটা আমার থেকে তো কেউ ছিনিয়ে নিতে পারবে না,’’ সংবাদ মাধ্যমকে বলেন আলিয়া। অভিনেত্রী আরও জানান যে, এখনও তাঁর অনেক কিছু পাওয়া বাকি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement