জিয়াকে আজও মিস করেন সূরজ

দু’বছর আগের দিনটা এখনও তাঁর কাছে দুঃস্বপ্নের মতো। সেটা ছিল তাঁর বান্ধবী জিয়ার মৃত্যুদিন। তিনি অভিনেতা সূরজ পাঞ্চোলি। তবে জিয়া খানের নাম তাঁর নামের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে বলেই মনে করেন আদিত্য পাঞ্চোলির ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

দু’বছর আগের দিনটা এখনও তাঁর কাছে দুঃস্বপ্নের মতো। সেটা ছিল তাঁর বান্ধবী জিয়ার মৃত্যুদিন। তিনি অভিনেতা সূরজ পাঞ্চোলি। তবে জিয়া খানের নাম তাঁর নামের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে বলেই মনে করেন আদিত্য পাঞ্চোলির ছেলে। সে সময় জিয়ার আত্মহত্যার জন্য সূরজকেই দায়ী করেছিলেন জিয়ার পরিবারের সদস্যরা। খবরের শীর্ষে উঠে এসেছিল এই তরুণের নাম। জিয়ার মা রাবিয়ার অভিযোগের ভিত্তিতে সূরজকে গ্রেফতারও করে পুলিশ। যদিও প্রমাণের অভাবে পরে মুক্তি পান এই অভিনেতা। সম্প্রতি সলমন খান এবং সুভাষ ঘাইয়ের প্রযোজনায় ‘হিরো’তে ডেবিউ করছেন আদিত্য-পুত্র। বিপরীতে থাকছেন আরও এক নবাগতা, আথিয়া শেট্টি। তবে জিয়া খানের নাম তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন সূরজ। বরং তিনি খুশি যে, জিয়া তাঁর পাশে না-থাকা সত্ত্বেও অন্তত তাঁর নামটুকু থাকবে। আজও জীবনের প্রতি মুহূর্তে জিয়াকে মিস করেন বলেই জানান এই তরুণ অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement