রাজেশকে নিয়ে মন্তব্যে ক্ষমাপ্রার্থী নাসিরুদ্দিন

রাজেশ খন্নাকে ‘খারাপ অভিনেতা’ বলায় ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ।সম্প্রতি নাসির একটি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, ‘‘সত্তরের দশকে হিন্দি ছবিতে এল মধ্য মেধা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০২:৫৮
Share:

রাজেশ খন্নাকে ‘খারাপ অভিনেতা’ বলায় ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ।

Advertisement

সম্প্রতি নাসির একটি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, ‘‘সত্তরের দশকে হিন্দি ছবিতে এল মধ্য মেধা। এই সময়ে ইন্ডাস্ট্রিতে এলেন রাজেশ খন্না নামে এক অভিনেতা। তাঁর সাফল্য সত্ত্বেও আমার মনে হয় ওঁর অভিনয় ক্ষমতা সীমিত। বস্তুত উনি খারাপ অভিনেতা। তাঁকে বিরাট মননশীল বলেও আমার মনে হয়নি। তাঁর ঘরানাটাই পরে ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলেছে।’’

প্রবীণ অভিনেতা নাসিরের এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন রাজেশের বড় মেয়ে টুইঙ্কল খন্না। শনিবার রাতে টুইটারে তিনি নাসিরুদ্দিনের উদ্দেশে লেখেন, ‘‘জীবিতকে যদি সম্মান না করতে পারেন, মৃতকে অন্তত করুন। যে মানুষটা আর সাড়া দেবে না, তাঁকে আক্রমণ করাটাই মধ্য মেধার পরিচয়।’’ টুইঙ্কলের পাশে দাঁড়ান বলিউড পরিচালক কর্ণ জোহরও। টুইটারে তিনি বলেন, ‘‘আমি তোমার সঙ্গে একমত টুইঙ্কল। বড়দের সম্মান করেই বলছি, এটা খুব বাজে রুচির পরিচয়।’’

Advertisement

বিষয়টি নিয়ে বিতর্ক আর বাড়তে না দিয়ে রবিবারই ক্ষমা চেয়ে নেন নাসিরুদ্দিন শাহ। তিনি জানিয়েছেন, ‘‘আমার মন্তব্যের জন্য যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি। রাজেশ খন্নাকে ছোট করার কোনও উদ্দেশ্য ছিল না আমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন