Hardik-Natasa

মুম্বইয়ে ফিরেছেন নাতাশা, ছেলে অগ্যস্তকে নিয়ে ফিরলেন প্রাক্তন স্বামী হার্দিকের বাড়িতে?

মুম্বই ফিরতেই অগস্ত্যকে দেখা গেল বাবা হার্দিকের বাড়িতে। হার্দিকের বৌদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অগস্ত্যের বিভিন্ন মেজাজের ছবি দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০০
Share:

(বাঁ দিকে) ছেলের সঙ্গে নাতাশা (ডান দিকে)হার্দিক পাণ্ড্য। ছবি: সংগৃহীত।

চলতি বছর জুলাই মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। চার বছরের দাম্পত্য তাঁদের। একটি সন্তানও রয়েছে হার্দিক-নাতাশার। বাইরে থেকে আপাত দৃষ্টিতে সুখী পরিবার বলেই মনে হত। তবে, হঠাৎই বিচ্ছেদের ঘোষণা করেন চর্চিত এই দম্পতি। হতবাক তাঁদের অনুরাগীরা। যদিও সম্প্রতি ঘনিষ্ঠমহলে নাতাশা নাকি জানিয়েছেন, হার্দিক বড় আত্মকেন্দ্রিক। সেটাই তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ। বিচ্ছেদের খবর ঘোষণা করার দিনই ভারত ছাড়েন নাতাশা। নিজের দেশ সার্বিয়ায় চলে যান। মাস খানেক ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন তিনি। দিন দুয়েক আগে ভারতে ফিরেছেন নাতাশা। তার পর হার্দিকের বাড়িতে ফিরলেন নাকি অভিনেত্রী?

Advertisement

মুম্বই ফিরতেই অগস্ত্যকে দেখা গেল বাবা হার্দিকের বাড়িতে। হার্দিকের বৌদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অগস্ত্যের বিভিন্ন মেজাজের ছবি দেন। কখনও সে বই পড়ছে, কখনও সে খেলাধুলো করছে। যদিও অগস্ত্যের সঙ্গে তার মা নাতাশাও ছিলেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিবাহবিচ্ছেদ হলেও বাবা-মায়ের দায়িত্ব যে হার্দিক-নাতাশা পালন করবেন, সে কথা বিচ্ছেদের দিনই জানিয়েছিলেন। ছেলে অগস্ত্যের সুখের জন্য, তার ভাল থাকার জন্য আগামী দিনে সব দায়িত্বই পালন করবেন বলে জানিয়েছিলেন তাঁরা। সেই অনুযায়ী হয়তো ছেলের অভিভাবকত্ব ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement