Entertainment News

‘কালা চশমা’ লুকে নভ্যা?

বলিউডি স্টার কিডদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় নভ্যা নভেলি নন্দা। এখনও অভিনয়ে আসেননি অমিতাভ বচ্চনের নাতনি। কিন্তু পারিবারিক ফিল্মি ব্যাকগ্রাউন্ডের জন্য প্রায়শই চর্চায় থাকেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ১১:৩৩
Share:

এই ছবিটিই শেয়ার করেছেন নভ্যা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বলিউডি স্টার কিডদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় নভ্যা নভেলি নন্দা। এখনও অভিনয়ে আসেননি অমিতাভ বচ্চনের নাতনি। কিন্তু পারিবারিক ফিল্মি ব্যাকগ্রাউন্ডের জন্য প্রায়শই চর্চায় থাকেন তিনি। কখনও শাহরুখ খানের ছেলে আরিয়ানের সম্পর্ক নিয়ে পেজ-থ্রিতে উঠে আসেন, কখনও বা পার্টি মুডে নভ্যাকে দেখেন দর্শক। এ বার ‘কালা চশমা’ লুকে খবরে এলেন তিনি।

Advertisement

বুঝতে সমস্যা হচ্ছে? কয়েক মাস আগে ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনা কইফের ‘কালা চশমা’ দারুণ জনপ্রিয় হয়েছিল। তার পর থেকে সাধারণ দর্শক তো বটেই, এমনকী সেলেবদের মধ্যেও ‘কালা চশমা’ হুজুগ তৈরি হয়েছিল। এ বার তাতে গা ভাসালেন নভ্যাও। গত শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সাধারণ সানগ্লাস পরা নভ্যার সেই ছবি দেখেই তাকে ‘কালা চশমা’ বলছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন, মৃত ঠাকুমার পাশে বসে সেলফি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement