Bharti Singh

বিপাকে ভারতী সিংহ! মাদক মামলায় দু’বছর পর চার্জশিট জমা দিল এনসিবি

২০২০ সালের ২১ নভেম্বর মুম্বইয়ের অন্ধেরীর লোখেন্ডওয়ালায় ভারতীর বাড়িতে হানা দিয়েছিল এনসিবি। তল্লাশি অভিযানে সে সময় তাঁদের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৭:১৫
Share:

২০২০ সালে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল ভারতী সিংহকে। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর পরই মুম্বইয়ে মাদক কারবার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তদন্তের মুখোমুখি হয়েছিলেন বলিপাড়ার একাধিক নামী তারকা। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল ‘কমেডি ক্যুইন’ ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। পরে তাঁরা জামিন পান। এই ঘটনার দু’বছর পর ভারতী ও তাঁর স্বামীর নামে চার্জশিট জমা দিল ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)।

Advertisement

মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট জমা দেওয়া হয়েছে। শনিবার সংবাদ সংস্থা সূত্রে এই খবর জানা গিয়েছে। ২০২০ সালের ২১ নভেম্বর মুম্বইয়ের অন্ধেরীর লোখেন্ডওয়ালায় ভারতীর বাড়িতে হানা দিয়েছিল এনসিবি। তল্লাশি অভিযানে সে সময় তাঁদের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল বলে দাবি করেছিলেন তদন্তকারীরা। এই ঘটনায় তাঁদের গ্রেফতারও করা হয়।

তাঁদের ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পরে তাঁরা আদালতে জামিনের আবেদন করেন। তাঁরা জানান যে, তাঁদের বাড়ি থেকে খুব সামান্য মাদক পাওয়া গিয়েছে। ওই বছরের ২৩ নভেম্বর তাঁরা জামিনে মুক্ত হন।

Advertisement

জানা গিয়েছে, এনডিপিএস আইনের একাধিক ধারা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। বর্তমানে আবার কাজ শুরু করেছেন ভারতী। দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে। ভারতীর সঙ্গে টেলি দুনিয়ায় কাজ করেন হর্ষও। বিভিন্ন রিয়্যালিটি শো সঞ্চালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসাবেও কাজ করেন ভারতীর স্বামী। দু’বছর পর এই মামলায় চার্জশিট জমা পড়ায় ভারতীদের নতুন করে বিড়ম্বনায় পড়তে হল বলেই মনে করছেন তাঁর ভক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন