ফের #মিটু বিতর্কে জড়ালেন অনু মালিক

নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন আর এক গায়িকা নেহা ভাসিনও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০০:১২
Share:

অনু মালিক।

জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিচারকের চেয়ারে অনু মালিককে ফিরিয়ে আনায় তাঁকে ঘিরে ফের শুরু হয়েছে #মিটু বিতর্ক। গায়িকা সোনা মহাপাত্র আগেই এ নিয়ে সরব হয়েছিলেন প্রতিবাদে। অনুকে ‘সেক্সুয়াল প্রিডেটর’ বলেছিলেন গায়িকা। এ বার নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন আর এক গায়িকা নেহা ভাসিনও।

Advertisement

২১ বছর বয়সে এক স্টুডিয়োতে অনুর সঙ্গে অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা টুইটারে শেয়ার করেছেন নেহা। তাঁর সামনে সোফায় শুয়ে অনু যে ধরনের কথা বলছিলেন, তা অস্বস্তিতে ফেলেছিল নেহাকে। পরে তাঁকে ফোন আর মেসেজও করেছিলেন সঙ্গীত পরিচালক, যার উত্তর দেননি নেহা। অন্য দিকে সোনা জানিয়েছেন, অনুর বিরুদ্ধে মুখ খোলায় সোনু নিগম ফোন করেন তাঁর স্বামী রাম সম্পতকে। বলেন, সোনা যেন বেশি মুখ না খোলেন এ ব্যাপারে। আপাতত অনুর বিরুদ্ধে টুইটারে সমালোচনার ঝড় বইছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement