Entertainment News

গসিপ নয়, সত্যিই মা হচ্ছেন নেহা ধুপিয়া

সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন এই জুটি। যেখানে স্পষ্ট নেহার বেবি বাম্প। ক্যাপশনে নেহা লিখেছেন, ‘নতুন শুরু...।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৯:৩০
Share:

এই ছবিই শেয়ার করেছেন নেহা। ছবি: নেহা ধুপিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

অবশেষে সত্যিটা প্রকাশ্যে এল। সন্তান সম্ভাবনার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন এই জুটি। যেখানে স্পষ্ট নেহার বেবি বাম্প। ক্যাপশনে নেহা লিখেছেন, ‘নতুন শুরু...।’

মাস কয়েক আগে হঠাৎই বিয়ে করেছিলেন নেহা এবং অঙ্গদ। তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় শোরগোল। গুরুদ্বারে গিয়ে পঞ্জাবি প্রথা মেনে বিয়ে করেছিলেন দুই তারকা। তখনই নেহাকে নিয়ে নতুন গসিপ শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন, নেহা সন্তানসম্ভবা। সে কারণেই নাকি তড়িঘড়ি বিয়ে সেরে নেন। এমনও শোনা গিয়েছিল, খুব তাড়াতাড়িই এই খবর নাকি প্রকাশ্যে জানাবেন দম্পতি। মূলত সোশ্যাল মিডিয়ায় এই গসিপ চলতে থাকে। এই জল্পনা নিয়ে নেহা মুখ না খুললেও প্রকাশ্যে মুখ খুলেছিলেন অঙ্গদ।

Advertisement

আরও পড়ুন, এনগেজমেন্টে প্রিয়ঙ্কাকে কী দিলেন শ্বশুর-শাশুড়ি?

দিন কয়েক আগের এক সাক্ষাৎকারে অঙ্গদবলেন, ‘‘যে প্ল্যাটফর্মে একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করা যায় তার অপব্যবহার করা কখনও উচিত নয়। যদি কোনও গঠনমূলক মতামত থাকে, দিন। কিন্তু নোংরা মতামত দেবেন, আর নেহার স্বামী হিসেবে আমি সেটা মেনে নেব, এটা তো হতে পারে না। যদি ভাল কিছু না বলতে পারেন তো বলবেন না...।’

মূলত সোশ্যাল মিডিয়াকে একহাত নিয়েছিলেন অঙ্গদ। নেহার বিরুদ্ধে যাবতীয় জল্পনাকে যদিও তিনি উড়িয়ে দেননি। আর সেই জল্পনাই এ বার সত্যি হল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা হওয়ার খবর জানালেন নেহা।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement