Neha Dhupia

‘বালিশে মুখ গুঁজে কাঁদতাম’, অক্ষয় খন্নার মতোই দশা নাকি হয়েছিল নেহা ধুপিয়ার!

একটা সময় বছরের পর বছর কাজ ছিল না। লম্বা সময় তাঁকে বড়পর্দায়ও দেখা যায়নি। এ বার অক্ষয়ের অবস্থার সঙ্গে নিজের তুলনা টানলেন নেহা ধুপিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৬:২৭
Share:

(বাঁ দিকে) অক্ষয় খন্না, (ডান দিকে) নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত।

অভিনয়জীবনে একপ্রকার নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা অক্ষয় খন্না। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা। নেপথ্যে ‘ধুরন্ধর’। শোনা যাচ্ছে, এই ছবির সাফল্যের পরে নাকি পারিশ্রমিক প্রায় দশ গুণ বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। তবে একটা সময় বছরের পর বছর কাজ ছিল না তাঁর। একটা লম্বা সময় তাঁকে বড়পর্দায় দেখাও যায়নি। এ বার অক্ষয়ের অবস্থার সঙ্গে নিজের তুলনা টানলেন নেহা ধুপিয়া।

Advertisement

অভিনেত্রী প্রায় ২০ বছরের বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন। তার পরেও একটা সময় ছিল, যখন ছয় বছর তাঁর হাতে কোনও কাজ ছিল না। নেহা জানান, সেই সময় অবসাদ ঘিরে ধরে তাঁকে। তবু নিজের কষ্ট সামনে আসতে দেননি তিনি। নেহার কথায়, ‘‘এমন কত দিন কেটেছে, বালিশে মুখ গুঁজে কেঁদেছি। এখনও কাঁদি। তিন দিন আগেও কেঁদেছি। এত বছর পরেও অভিনয়ের সুযোগ আসেনি। এমন সময়ও দেখেছি, যখন তিন থেকে চার বছর অভিনয়ের প্রস্তাব আসেনি। তবে ঈশ্বরের কৃপা, যে কোনও না কোনও কাজ সব সময় ছিল আমার হাতে। তবে এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি উদ্বেগে ভোগেন। আমাদেরও এমন সময় গিয়েছে। তবে ধৈর্য ধরে থেকেছি সব সময়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement