Entertainment News

মেয়ের বয়স ছ’মাস, সোশ্যাল ওয়ালে শুভেচ্ছা নেহার

দিন কয়েক আগে বিবাহবার্ষিকী উপলক্ষে মরিশাসে সপরিবার ছুটি কাটাচ্ছিলেন নেহা। সোশ্যল মিডিয়ায় সে ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ১৬:১৫
Share:

নেহার শেয়ার করা সেই ছবি— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মেহের ধুপিয়া বেদী। বয়স ছ’মাস। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানালেন বাবা অঙ্গদ বেদী এবং মা নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়ায় নেহা লিখেছেন, ‘শেপ অফ মাই হার্ট’।

Advertisement

দিন কয়েক আগে বিবাহবার্ষিকী উপলক্ষে মরিশাসে সপরিবার ছুটি কাটাচ্ছিলেন নেহা। সোশ্যল মিডিয়ায় সে ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ২০১৮-র ১০মে বিয়ে করেছিলেন নেহা-অঙ্গদ। নভেম্বর জন্ম হয় তাঁদের মেয়ে মেহেরের। বিয়ের সময় অন্তঃসত্ত্বা থাকার কারণে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে নেহাকে। তবে সে সব বিশেষ পাত্তা দেননি নায়িকা।

নেহার কথায়, ‘‘আপাতত মেহের আমার কাছে প্রায়োরিটি। আমি নিশ্চয়ই ওয়ার্কিং মাদার হতে চাই। কিন্তু তার জন্য একটু সময় দরকার। প্রায়োরিটি অনুযায়ী কাজ বেছে নিচ্ছি।’’ নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন নেহা। মেয়েকেও সে ভাবেই বড় করে তুলতে চান বলে জানিয়েছেন।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন সুহানা

Shape of my heart ❤️ .... our baby girl #6monthstoday

A post shared by Neha Dhupia (@nehadhupia) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement