Zubeen Garg

গাড়ির প্রতি ছিল বিশেষ ভালবাসা! জ়ুবিন গার্গের সম্পত্তির পরিমাণ কত ছিল?

সেই ভাবে তিনি অর্থের পিছনে ছুটতেন না বলেই জানা যায়। সবসময় সক্রিয় থাকতেন না। তবে বড় কোনও গানের প্রজেক্ট থাকলে সেখানে ১০০ শতাংশ পরিশ্রম করতেন শিল্পী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩
Share:

জ়ুবিন গার্গ। —ফাইল চিত্র।

জ়ুবিন গার্গের মৃত্যুতে হাজার হাজার মানুষ গুয়াহাটির পথে নেমেছিলেন। কোনও শিল্পীর মৃত্যুতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। অসমে তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন তা সারা বিশ্ব দেখতে পেয়েছে। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে প্রয়াত শিল্পীর সম্পত্তির প্রসঙ্গ।

Advertisement

অসমে তাঁর অনুরাগীদের মতে, জ়ুবিন শুধু একজন গায়ক ছিলেন না। একটা গোটা যুগের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। অসমীয়া, বাংলা ও হিন্দি-সহ একাধিক ভাষায় গান গেয়েছিলেন তিনি। ২০০০ সালের মধ্যে অসমের মানুষের অন্যতম প্রিয় শিল্পী হয়ে উঠেছিলেন জ়ুবিন গার্গ। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ছবির গান এবং অনুষ্ঠানে গান গেয়ে রোজগার করেছেন তিনি। ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, জ়ুবিনের সম্পত্তির পরিমাণ ৭০ কোটি টাকা। এর মধ্যে বিজ্ঞাপনের কাজ থেকে অর্জিত পারিশ্রমিকও রয়েছে।

তবে মাসে তিনি কত টাকা রোজগার করতেন তার কোন সঠিক হিসেব কখনও প্রকাশ পায়নি। সেই ভাবে তিনি অর্থের পিছনে ছুটতেন না বলেই জানা যায়। সব সময় সক্রিয় থাকতেন না। তবে বড় কোনও গানের প্রজেক্ট থাকলে সেখানে ১০০ শতাংশ পরিশ্রম করতেন শিল্পী।

Advertisement

সারা বিশ্বে পরিচিতি পেলেও, নিজের রাজ্যের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। বড় শহরের হইচই থেকে দূরে শান্তিতে থাকতে পছন্দ করতেন। নিজের বাড়িকেও অসমের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছিলেন তিনি। বিভিন্ন হস্তশিল্প, বাঁশের তৈরি জিনিস এবং হাতে আঁকা ছবি দিয়ে সাজিয়েছিলেন নিজের স্টুডিয়ো।

গাড়ি ও মোটর বাইকের প্রতি বিশেষ ঝোঁক ছিল তাঁর। মার্সিডিজ় বেঞ্জ, রেঞ্জ রোভার-সহ বড় সম্ভার ছিল শিল্পীর। বরাবরই রোমাঞ্চ পছন্দ করতেন তিনি। কিন্তু জলে ভয় পেতেন। তাই মৃত্যুর পর প্রশ্ন উঠছে, জলে ভয় থাকা সত্ত্বেও কী ভাবে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি?

গত শুক্রবার সিঙ্গাপুরে গিয়ে এই স্কুবা ডাইভিং করতে নেমেই মৃত্যু হয় জ়ুবিনের। অনুষ্ঠান করতেই সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। রবিবার তাঁর মরদেহ এসে পৌঁছোয় গুয়াহাটিতে। কাতারে কাতারে মানুষ প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে পথে নামেন। মরদেহ আঁকড়ে ভেঙে পড়তে দেখা যায় জ়ুবিনের স্ত্রী গরিমাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement