ankita Lokhande on Pahalgam Incident

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আবহে শো বাতিল করেও নিস্তার নেই সমালোচনায় বিদ্ধ অঙ্কিতা লোখান্ডে!

অঙ্কিতা একা নন, বলিউডের সলমন খান থেকে আমির খান, আরিয়ান খান নিজেদের আসন্ন কাজ বা আসন্ন অনুষ্ঠান স্থগিত রেখেছেন। যদিও রোষের মুখে পড়লেন একা অঙ্কিতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:৪৯
Share:

কেন সমালোচনা অঙ্কিতাকে নিয়ে? ছবি: সংগৃহীত।

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত হয়েছেন অঙ্কিতা লোখান্ড। তার প্রতিবাদ স্বরূপ আগামী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। অঙ্কিতা একা নন বলিউডের সলমন খান থেকে আমির খান, আরিয়ান খান নিজেদের আসন্ন কাজ, আসন্ন অনুষ্ঠান স্থগিত রেখেছেন। এ বার সেই তালিকায় অঙ্কিতার নাম জুড়তেই রেগে গেলেন নেটাগরিকরা। সুবিধাবাদীর তকমা দিলেন অঙ্কিতাকে।

Advertisement

মে মাসের ১১ তারিখে আমেরিকায় অনুষ্ঠান ছিল অঙ্কিতার। কিন্তু সেটা বাতিল করেছেন দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। যদিও অন্য তারকাদের পদক্ষেপ ভাল ভাবে নিলেও অঙ্কিতাকে শুরু হয়েছে সমালোচনা। কেউ বলেছেন, ‘‘ বড্ড সুবিধাবাদী’’। কারও কথায় ‘‘ আসলে উনি নিহতদের ব্যবহার করেছেন ব্যক্তিগত স্বার্থে।’’ কারও মতে অঙ্কিতা এই ধরনের কাজ করে প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অঙ্কিতা কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement