পর্দায় ফের রণবীর কপূর-দীপিকা পাড়ুকোন? ছবি: সংগৃহীত।
বলিউড এখনও তাঁদের রসায়ন ভুলতে পারেনি! অনুরাগীরা ভুলবেন কী করে? রণবীর কপূরের নাম উঠলেই দীপিকা পাড়ুকোনের নাম সকলের মুখে নিজের থেকেই চলে আসে, এখনও। দিন দুই আগে দুই প্রাক্তন মুখোমুখি বিমানবন্দরে। পরস্পরকে এড়িয়ে যাননি মোটেই বরং আলিঙ্গনে বেঁধেছিলেন একে অন্যকে।
সেই দৃশ্য ভাইরাল হতেই সমাজমাধ্যমে ঝাঁপিয়ে পড়েছেন অনুরাগীরা। ভাইরাল সেই ভিডিয়োর নীচে তাঁদের একটাই আবদার, “পর্দায় ফিরে আসুন দীপবীর!” যেন বলতে চেয়েছেন, বাস্তবে না-ই হোক, পর্দায় তো তাঁরা আবার ‘প্রেম’ করতেই পারেন! তাঁদের রসায়নে তৈরি হতেই পারে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল। ছবিটি পুনর্মুক্তির পরেও ভাল ব্যবসা করেছিল। সেই রেশ ছড়িয়ে অনেকের দাবি, পর্দায় ফিরে আসুন ‘বনি-নয়না’। অয়ন মুখোপাধ্যায়ের ওই ছবিতে নায়ক-নায়িকার নাম এটাই ছিল।
শুধুই আলিঙ্গনে ধরা দেওয়া? বিমানবন্দরে দেখা হওয়ার পর সে দিন বিমানে পৌঁছে দেওয়ার গাড়িতে একসঙ্গে বসেওছিলেন রণবীর-দীপিকা। এই মুহূর্ত দেখে ফের আশার আলো দেখছে বলিউডও। দু’জনেই বিবাহিত। উভয়েই একটি করে সন্তানের বাবা এবং মা। তার পরেও তাঁদের জনপ্রিয়তা, রসায়ন অটুট!
বিনোদন দুনিয়া দুই প্রাক্তনের এই ‘ক্যারিশ্মা’ কখনও ছেড়ে দিতে পারে?