তোমার দেখা নাই রে...

আর বৃষ্টি তাঁদের শ্যুটে মোটেও জ্বালাতন করেনি। তবে গোটা ইউনিট যে কারণে সমস্যায় পড়েছে, তা হল নেটওয়র্ক। যে বাড়িতে ছবির শ্যুটিং হয়েছে, সেখানে নেটওয়র্ক প্রায় ছিল না বললেই চলে। সেখান থেকে একটু এগিয়ে একটা জায়গা থেকে ফোন করা যেত।

Advertisement

পারমিতা সাহা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১০
Share:

সহজ ও প্রিয়ঙ্কা

চেরাপুঞ্জিতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা সরকার ‘কায়া’ ছবির শ্যুটিং করতে। এ হেন লোকেশন, বৃষ্টি, ছবির নাম কায়া... সব মিলিয়ে কেমন যেন একটা ভুতুড়ে গন্ধ পাওয়া যাচ্ছে, না? তবে প্রিয়ঙ্কা বললেন, ছবিটা থ্রিলার। আর বৃষ্টি তাঁদের শ্যুটে মোটেও জ্বালাতন করেনি। তবে গোটা ইউনিট যে কারণে সমস্যায় পড়েছে, তা হল নেটওয়র্ক। যে বাড়িতে ছবির শ্যুটিং হয়েছে, সেখানে নেটওয়র্ক প্রায় ছিল না বললেই চলে। সেখান থেকে একটু এগিয়ে একটা জায়গা থেকে ফোন করা যেত। কিন্তু কেউ কেউ আবার সেখানে ফোন করতে গিয়ে ফেরার সময় অন্ধকারে ভয়টয় পেয়ে একশা! প্রিয়ঙ্কার কথায়, তার পর হঠাৎ করেই ‘ভূতের মতো’ রান্নাঘরের পিছনে একটা কর্নার পাওয়া যায়, যেখানে নেটওয়র্ক আছে। অতঃপর পুরো ইউনিট গিয়ে ঝাঁপিয়ে পড়ে সেখানে। ফোন করতে! হাসতে-হাসতে তিনি বললেন, ‘‘চোদ্দ-পনেরো দিনের আউটডোর, তার উপর নেটওয়র্ক ছিল না। সিভিলাইজেশনের বাইরে চলে এসেছি বলে মনে হচ্ছিল। তাই রাত দশটা-এগারোটার পর যখন শ্যুট শেষ হতো, ওখানে লাইন পড়ে যেত ফোন করার জন্য।’’

Advertisement

চেরাপুঞ্জিতে ছেলেকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। এমন জায়গায় এসে ছোট্ট সহজের সময় কেটেছে কী ভাবে? ‘‘যখনই নেটওয়র্ক পাওয়া গিয়েছে, তখনই ও সকলের ফোনে সাবওয়ে সার্ফার ডাউনলোড করিয়ে নিয়েছে। তাই শ্যুটের সময় কারও না কারও ফোনে ও গেম খেলেছে।’’

তবে শুধু গেমই নয়, মিষ্টি সহজের দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল কৌশিক আঙ্কল (সেন) ও রাইমা আন্টির (সেন) সঙ্গে। তাই সে-ও মায়ের সঙ্গে দিব্যি এনজয় করেছে আউটডোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement