West Bengal Weather Update

বড়দিনই মরসুমের শীতলতম! ১৩-র ঘরে নামল কলকাতার পারদ, সোয়েটার-জ্যাকেটে মুড়ে ছুটি কাটাতে প্রস্তুত শহরবাসী

বৃহস্পতিবার বেলা বাড়লেও রোদের তেজ তেমন বাড়েনি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। তার পরের চার দিনে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:২১
Share:

বড়দিনে সেন্ট পল্‌স ক্যাথিড্রালের সামনে নিজস্বী তোলার হিড়িক। ছবি: আনন্দবাজার আর্কাইভ।

বড়দিনের ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এল কলকাতার পারদ! বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি ছুঁয়েছে— এ পর্যন্ত এটিই চলতি মরসুমের শীতলতম দিন। ভোর থেকে কুয়াশায় ঢেকেছে ময়দান, আলিপুর চত্বর। সকাল হতে না হতেই সোয়েটার-জ্যাকেটে মুড়ে চিড়িয়াখানা, ইকোপার্ক কিংবা সায়েন্স সিটির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন শহরবাসী। বেলা বাড়লেও রোদের তেজ তেমন বাড়েনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। ফলে বর্ষশেষের গোটা ছুটির মরসুম জুড়েই শীতের আমেজে ভাসতে পারবেন রাজ্যবাসী।

Advertisement

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বড়দিন থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা কমবে। পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়ার দাপটও। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। তার পরের চার দিনে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।

উত্তর ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা সরেছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। এর জেরেই বর্ষশেষে তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। তার পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে কুয়াশায় ঢাকবে রাজ্যের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কুয়াশার প্রকোপ সবচেয়ে বেশি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই তিন জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ থেকে ৫০ মিটারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

Advertisement

উত্তরেও চলবে কুয়াশার দাপট। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

বড়দিনে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা হয়েছে শ্রীনিকেতনে— ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, সিউড়িতে ৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৩ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বহরমপুরে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে দার্জিলিঙে— ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পঙে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement