Akshay Kumar

অক্ষয়-প্রিয়দর্শনের জুটি ফের একবার

অক্ষয় ছবিটির অন্যতম প্রযোজক হবেন বলেও শোনা যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ০৭:১৭
Share:

অক্ষয় এবং প্রিয়দর্শন।

তাঁদের জুটির কেরামতিতে দর্শকের হাসির বাঁধ ভেঙেছে। পাশাপাশি বক্স অফিসও জিতে নিয়েছিল সেই সব ছবি। ফের একবার দর্শককে হাসাতে জুটি বেঁধেছেন অক্ষয়কুমার এবং পরিচালক প্রিয়দর্শন। পরিচালক নিজেই জানিয়েছেন, নতুন একটি কমেডি-ড্রামার স্ক্রিপ্ট লিখছেন তিনি, যেটির মুখ্যচরিত্রে অক্ষয় থাকবেন। অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’-এর সেটে কিছু দিন আগেই গিয়েছিলেন প্রিয়দর্শন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অক্ষয়। লিখেছিলেন, ‘‘আ হার্ড-ওয়ার্ক ডে বিকামস আ লাফ-হার্ড ডে!’’ তখনই মনে করা হয়েছিল, তাঁরা একসঙ্গে কাজ করবেন। প্রিয়দর্শন বলেন, ‘‘ওই দিন স্ক্রিপ্টের কিছু বিষয় নিয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনা করেছি।’’ তাঁরা দু’জনে ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘গরম মসালা’, ‘ভুল ভুলাইয়া’র মতো লাফটার-ব্লাস্টার উপহার দিয়েছেন দর্শককে।

Advertisement

অক্ষয় ছবিটির অন্যতম প্রযোজক হবেন বলেও শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘‘এর জবাব অক্ষয়ই ভাল দিতে পারবে। আমি চিত্রনাট্য আর পরিচালনা নিয়েই মাথা ঘামাই। ছবিতে অক্ষয় থাকলে বাকি সব কিছু ওই সামলে দেয়।’’ প্রিয়দর্শন আপাতত চিত্রনাট্যের খসড়া প্রস্তুত করতেই ব্যস্ত। জানিয়েছেন, তিনি মৌলিক কাহিনি নিয়েই কাজ করছেন। ‘‘আমার চিত্রনাট্যের একাধিক খসড়া হয়। তৃতীয় খসড়ার পরেই চূড়ান্ত স্ক্রিপ্ট তৈরি করি। এই ছবিতে ৭০ শতাংশ কমেডি আর বাকি ৩০ শতাংশ ড্রামা এবং ক্লাইম্যাক্স,’’ খোলসা করেন পরিচালক। ছবিটি ফ্লোরে যাবে আগামী বছরের গোড়ার দিকে। প্রিয়দর্শনের আগামী হিন্দি ছবি ‘হাঙ্গামা টু’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে শিল্পা শেট্টি, পরেশ রাওয়ালকে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement