Entertainment News

কাতরু ভেলিইদাই: এ আর রহমান ও মনি রত্নম জুটির ২৫ বছর

পরিচালক ও সঙ্গীত পরিচালক জুটি ফিল্মি দুনিয়ার সেরা জুটির মধ্যে একটি। এ আর রহমান আর মণিরত্নমও তেমনই এক সেরা জুটি। ১৯৯২-এ মণিরত্নমের ‘রোজা’ দিয়েই বলিউডে শুরুয়াতটা করেছিলেন রহমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ১২:৪৭
Share:

নতুন লুকে অদিতি।

পরিচালক ও সঙ্গীত পরিচালক জুটি ফিল্মি দুনিয়ার সেরা জুটির মধ্যে একটি। এ আর রহমান আর মণিরত্নমও তেমনই এক সেরা জুটি। ১৯৯২-এ মণিরত্নমের ‘রোজা’ দিয়েই বলিউডে শুরুয়াতটা করেছিলেন রহমান।

Advertisement

প্রায় ২৫ বছর হতে চলল। এখনও দুজনে দুজনের হাত ছাড়েননি। আসছে মনি রত্নমের নতুন ছবি ‘কাতরু ভেলিইদাই’। সেখানে সঙ্গীত পরিচালনার গুরুদায়িত্বটা রহমানেরই হাতে। ছবির টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যদিও এটি একটি তামিল ছবি। বেশ কিছুদিন ধরেই মণিরত্নম শুধুই তামিলে ছবি তৈরি করে চলেছেন। ‘কাতরু ভেলিইদাই’ একটি রোমান্টিক ড্রামা। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

তবে ২৫ বছর আগে ঠিক ছিল না যে ‘রোজা’-তে এ আর রহমান সঙ্গীত পরিচালনা করবেন। ঠিক ছিল ইলায়া রাজা এই ছবিতে মিউজিক দেবেন। সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরও। কিন্তু তারপরই এ আর রহমানের হাতে এই দায়িত্ব চলে যাওয়ায়, বলিউড মিউজিকে যেন এক নতুন যুগ শুরু হয়।

Advertisement

আরও পড়ুন, ইদানীং নেগেটিভ চরিত্রে পর্দায় বাজিমাত করেছেন এই অভিনেত্রীরা

শোনা যাচ্ছে মণিরত্নম নাকি তাঁর নতুন ছবির টাইটেল নিয়ে খুব একটা খুশি নন। তাই তিনি এই নামটি ছেঁটে ফেলতে চাইছেন। এও শোনা গেছে যে পরিবর্তিত নামটি এখন ‘ছেলিয়া’। ছবিতে অভিনয় করছেন কার্থি এবং অদিতি রাও হায়দারি। কাশ্মীরের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হয়েছে। উটি, হায়দরাবাদ এবং ভারতেরই আরও অনেক জায়গায় শুটিং হয়েছে। কার্থি ছবিতে একজন ফাইটার পাইলট এবং অদিতি একজন ডাক্তার। এছাড়াও ছবিতে রয়েছেন শ্রদ্ধা শ্রীনাথ, আর জে বালাজিএবং দেল্হি গণেশ। ছবির প্রযোজনা করেছেন শ্রী থেনান্ডাল ফিল্মস।

এই জুটি যে কাজেই হাত দেন তাই যেন খাঁটি সোনা হয়ে যায়। এক্কেবারে ‘রোজা’ থেকে শুরু করে ‘গুরু’, ‘রাবণ’ এবং ‘ও কে জানু’। এখন দেখার ‘কাতরু ভেলিইদাই’ বা ‘ছেলিয়া’ দর্শকদের কাছে নতুন কী ম্যাজিক নিয়ে হাজির হয়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন