—প্রতীকী ছবি।
তাঁদের নাকি প্রেম ভেঙেছে। কয়েক মাস ধরে টলিপাড়ার অন্দরে গুঞ্জন এমনই। অভিনেত্রীর বিয়ে ভেঙেছিল অনেক দিনই। তার মাঝে উঠতি নায়ককে নাকি মন দিয়ে বসেছিলেন অভিনেত্রী। যদিও নিজেদের প্রেমে কোনও দিনই সিলমোহর দেননি। বরং শুধুমাত্র বন্ধুত্বের গন্ডিতেই আবদ্ধ রাখতে চেয়েছিলেন তাঁদের সম্পর্ককে। কিন্তু টলিপাড়ার অন্দরে তাঁদের প্রেম নিয়ে বিপুল আলোচনা। কোনও ফিল্মি পার্টি হোক কিংবা ছবির বিশেষ প্রদর্শনী— সর্বত্র নাকি একসঙ্গেই দেখা যায় তাঁদের। এমনকি, মুম্বইয়ে নাকি একসঙ্গেই থাকতেন তাঁরা। কিন্তু গত কয়েক মাসে তাঁদের সম্পর্কের দূরত্ব নিয়েও অনেক কথা হয়েছে। কিন্তু এখন গুঞ্জন, সব মান-অভিমান ভুলে আবার কাছাকাছি তাঁরা। শোনা যাচ্ছে, সম্প্রতি কোনও এক প্রযোজনা সংস্থার অফিসে প্রায় ‘ঘনিষ্ঠ’ অবস্থায় দেখা গিয়েছে তাঁদের। সেখান থেকেই একাংশের ধারণা মান-অভিমান মিটিয়ে আবার বুঝি কাছাকাছি তাঁরা।
শোনা যাচ্ছে, প্রযোজকের অফিসে একান্তে অভিনেতাকে নিজেই টেনে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও বাকিটা ব্যক্তিগত। অভিনেতা, অভিনেত্রীদের প্রেম গড়া এবং ভাঙার খবর এই নতুন নয়। নায়িকা অবশ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক, একেবারেই পছন্দ করেন না। তাই প্রেম বা বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান। তবে তাঁরা আস্তে আস্তে আবার একসঙ্গে ভাল সময় কাটাচ্ছেন, সেটাই এখন ঘনিষ্ঠ মহলে আলোচনার মুখ্য বিষয়। কিন্তু এই সম্পর্কের কি আদৌ কোনও ভবিষ্যৎ আছে? সেই উত্তর পাওয়া যায়নি।