নয়া ইন্টারনেট সেনসেশন সচিন তেন্ডুলকরের কন্যা সারা। একটা ছবিতে দু’মিনিটে ৪১ হাজার লাইক পড়ে যায় সারার। এখন কী করছেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূরের চেয়েও বেশি জনপ্রিয় সারা, এমনটাই বলছেন অনেকে।
ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে মেডিসিন নিয়ে পড়েছেন সারা। বছর কুড়ির মেয়েটির সঙ্গে মা অঞ্জলির মুখের অসামান্য সাদৃশ্য আছে।
অতিথি হিসাবে সেলেব্রিটি পার্টি বা বলিউডের অ্যাওয়ার্ড শো-তে নিয়মিত ডাক পান সারা। সেটা তাঁর ফ্যাশনিস্তা হওয়ার সুবাদেই। যেমন এই কালো জাম্পশ্যুটটি পরেছেন তিনি।
মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ছিলেন সারা।
মডেলিংয়ের জন্য নিয়মিত অফার পাচ্ছেন সারা।
বেড়াতে যেতে খুব ভালবাসেন।
আকাশ অম্বানী, শ্লোকা মেহতার এনগেজমেন্ট পার্টিতে সারার পোশাক ছিল চোখে পড়ার মতো স্টাইলিশ। মণীশ মলহোত্রর ডিজাইনে সারাকে মানিয়েছিল দারুণ।
প্রিয় রং সাদা। প্রায়ই দেখা যায় সাদা পোশাকে।
মা-বাবাই সারার সবচেয়ে ভাল বন্ধু এমনটাই বলেন তিনি।