Bollywood Gossip

দিদির চর্চিত প্রেমিকের ছবি থেকে বাদ পড়েন! টেলি অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, গায়ককে বিয়ে করলেন নূপুর

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, সঙ্গীতের প্রতি ভালবাসাই নূপুর এবং স্টেবিনকে কাছাকাছি নিয়ে আসে। নূপূরের বাড়িতে দীপাবলি অথবা বড়দিনের অনুষ্ঠান হলে সেখানে নিমন্ত্রিত থাকতেন স্টেবিন। নিজেদের সম্পর্ক গোপনই রেখেছিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৫:১২
Share:
০১ ১৭

দিদি বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী। কিন্তু বোন এখনও মাটি শক্ত করতে পারেননি। রবিবার গায়ক প্রেমিককে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বলি নায়িকা কৃতি সেননের বোন নূপুর সেনন।

০২ ১৭

নয়াদিল্লিতে জন্ম নূপুরের। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক হওয়ার পর গান নিয়ে কেরিয়ার গড়ার দিকে মন দেন নূপুর।

Advertisement
০৩ ১৭

সঙ্গীত নিয়ে আলাদা ভাবে প্রশিক্ষণ নেন নূপুর। ইউটিউবে ‘বেকরার করকে’ গানটির ভিডিয়ো পোস্ট করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। নূপুরের গান শ্রোতাদের মনে ধরে। ধীরে ধীরে সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিতি তৈরি হয় তাঁর।

০৪ ১৭

সঙ্গীতের পাশাপাশি অভিনয়ের প্রতিও আগ্রহ ছিল নূপুরের। মুকেশ ছাবড়া, প্রশান্ত সিংহ এবং অভিষেক পাণ্ডের অভিনয়ের কর্মশালায় প্রশিক্ষণের জন্য ভর্তি হন তিনি।

০৫ ১৭

এক পুরনো সাক্ষাৎকারে নূপুর জানিয়েছিলেন, অভিনয়ের সুযোগের জন্য বহু বার অডিশন দিয়েছেন তিনি। কিন্তু বার বার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নূপুর বলেছিলেন, ‘‘আমার মনে হয়েছিল অভিনেত্রী হিসাবে আমি সম্পূর্ণ তৈরি। আমি প্রচুর অডিশন দিতাম। অনেক জায়গা থেকে বাদ পড়েছি। খুব ভেঙে পড়েছিলাম তখন। কিন্তু আমি সেই সব মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছি বলে নিজেকে ভাগ্যবতী মনে করি।’’

০৬ ১৭

নূপুরের দাবি, ইতিমধ্যেই বলিউড সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে তাঁর। অভিনেত্রী হিসাবেও নিজেকে উন্নত করেছেন তিনি। নূপুর বলেছিলেন, ‘‘অতিমারি চলাকালীনও আমি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলাম। ভার্চুয়াল মাধ্যমেও ক্লাস করেছি আমি।’’

০৭ ১৭

এ-হেন নূপুর কিন্তু দিদির চর্চিত প্রেমিকের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও বাদ পড়েন। ‘আদিপুরুষ’ ছবিতে কৃতির সহ-অভিনেতা ছিলেন দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় নায়ক প্রভাস। কৃতি এবং প্রভাসের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল ছবিমুক্তির সময়।

০৮ ১৭

বলিপাড়ার একাংশের দাবি, কৃতি এবং প্রভাস নাকি মলদ্বীপে ঘুরতে গিয়ে বাগ্‌দান পর্বও সেরে ফেলেছেন। কিন্তু পরে জানা যায়, এ সবই গুজব। প্রভাসের সঙ্গেই ‘কানাপ্পা’ নামের এক দক্ষিণী ছবিতে অভিনয় করার কথা ছিল নূপূরের।

০৯ ১৭

‘কানাপ্পা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নূপূর। কিন্তু শুটিংয়ের সময় নিয়ে মতের অমিল হওয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সেই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন নূপূর। তাঁর পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রীতি মুকুন্দনকে।

১০ ১৭

কানাঘুষো শোনা যায়, ২০১৭ সালে টেলি অভিনেতা জ়ান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নূপূর। নূপূরের জন্মদিন হোক বা কোনও পার্টি— জ়ান ছিলেন তাঁর সর্ব ক্ষণের সঙ্গী। খুব ভাল বন্ধু বলে পরস্পরের পরিচয় দিতেন তাঁরা।

১১ ১৭

দু’বছর পর নূপূরের পাশে আর দেখতে পাওয়া যায়নি জ়ানকে। এই প্রসঙ্গে কেউ খোলসা করে কিছু জানাননি। বলিপাড়ার একাংশের দাবি, ২০১৯ সালে জ়ানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন নূপুর।

১২ ১৭

২০২২ সালের গোড়ার দিকে নূপূরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন জনপ্রিয় গায়ক স্টেবিন বেন। পারিবারিক অনুষ্ঠানে অধিকাংশ সময় দু’জনকে একসঙ্গেই দেখা যেত। দু’জনের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে দাবি করতেন তাঁরা।

১৩ ১৭

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, সঙ্গীতের প্রতি ভালবাসাই নূপুর এবং স্টেবিনকে কাছাকাছি নিয়ে আসে। নূপূরের বাড়িতে দীপাবলি অথবা বড়দিনের অনুষ্ঠান হলে সেখানে নিমন্ত্রিত থাকতেন স্টেবিন। তবে নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন তাঁরা।

১৪ ১৭

চলতি বছরেই নূপূরকে ত্রিমুখী হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন স্টেবিন। শনিবার উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে করেন তাঁরা। ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বিয়ে সারেন দু’জনে। রবিবার রাতে ভারতীয় সংস্কৃতি মেনেও বিয়ে হয় তাঁদের।

১৫ ১৭

২০১৯ সালে বলি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ‘ফিলহাল’ মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করেন নূপুর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার নাগেশ্বর রাও’ নামের তেলুগু ভাষার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে নূপুরকে। থ্রিলার ঘরানার এই ছবিতে রবি তেজার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

১৬ ১৭

২০২৫ সালের মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘পপ কৌন’ নামের কমেডি ঘরানার ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে কুণাল খেমু, জেমি লিভার, সৌরভ শুক্ল, ফারহাদ সামজির সঙ্গে অভিনয় করেছেন নূপুর।

১৭ ১৭

বলি অভিনেতা নওয়াজ়উদ্দীন সিদ্দীকীর সঙ্গে ‘নূরানী চেহরা’ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন নূপুর। শোনা যাচ্ছে, চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement