কীসের জন্য শাহিদের এই নিউ লুক?

লম্বা চুল। পারফেক্ট টোনড বডি। পাম্পড অ্যাবস। শাহিদের এই লুকেই মজেছে ফ্যানেরা। ইনস্টাগ্রামে শাহিদের পোস্ট করা শার্টলেস ফোটো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। শাহিদের এই লুক কি তাঁর আপকামিং ক্রাইম থ্রিলার ফিল্ম ‘উড়তা পঞ্জাব’-এর জন্য?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ১৪:০৭
Share:

লম্বা চুল। পারফেক্ট টোনড বডি। পাম্পড অ্যাবস। শাহিদের এই লুকেই মজেছে ফ্যানেরা। ইনস্টাগ্রামে শাহিদের পোস্ট করা শার্টলেস ফোটো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। শাহিদের এই লুক কি তাঁর আপকামিং ক্রাইম থ্রিলার ফিল্ম ‘উড়তা পঞ্জাব’-এর জন্য?

Advertisement

হায়দার খ্যাত এই অভিনেতা তাঁর পোস্ট করা ছবির নিচে লিখেছেন ‘কামিং সুন’। এই ছোট্ট ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। নিন্দুকরা যদিও বলছেন, শাহিদকে বেশ রোগা দেখাচ্ছে। কিন্তু তাঁর এই স্পোর্টি লুক যে রীতিমত হিট হয়ে গিয়েছে, তা ছবির নীচে ফোলোয়ারদের প্রচুর পরিমাণে লাইক দেখেই বোঝা যাচ্ছে। শাহিদ তাঁর বিভিন্ন সিনেমার জন্য নিজের চরিত্রের প্রয়োজনে বিভিন্ন রকমের লুক নিয়েছেন। ‘কামিনে’ ছবিতে শাহিদের মাসকিউলার ফিজিক দেখে ফ্যানদের ক্রেজ ছিল দেখার মত। শাহিদের এই নতুন লুক যে বলিউডে ফের ঝড় তুলবে তা বেশ বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: কে বলল ব্রেক আপ? আমি আর সুশান্ত এক সঙ্গেই আছি: অঙ্কিতা

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন