Tollywood Gossip

হাতে হাত রেখে ‘র‌্যাপ কিং’-এর কনসার্টে! ডিম্পল কুইন মজলেন টলিনায়িকার সহকারীতে?

সিনেমাপাড়ার অন্দরে কখনও যে সমীকরণ বদলে যায় তা ধরা বেশ কঠিন ব্যাপার। কান পাতলেই শোনা যাচ্ছে আবারও এক টলিনায়িকার প্রেমের খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:০৫
Share:

কার প্রেমে পড়লেন টলিপাড়ার নায়িকা? ছবি: সংগৃহীত।

ছিপছিপে চেহারার গড়ন, সেই সঙ্গে চোখে পড়ার মতো উচ্চতা। টলিপাড়ায় অনেকে তাঁকে আবার ‘ডিম্পল কুইন’ বলে থাকেন। প্রথম ছবিতে নায়িকাকে দেখে অনেকেই বলেছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কেরিয়ারের অল্প সময়ে তিনি কাজের মাধ্যমে কতটা ছাপ ফেলেছেন তা নিয়ে ধন্দ থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছে বিস্তর কাটাছেঁড়া। আলোচনা যাই হোক না কেন, নায়িকা কোনও দিনই বিতর্কে মুখ খোলেননি। বরং চুপ থাকাই শ্রেয় মনে করেছেন।

Advertisement

তাই তো টলিপাড়ায় কান পাতলে আবারও তাঁর নতুন প্রেমের গুঞ্জন। এত দিন শোনা যাচ্ছিল তিনি প্রেম করছেন কোনও এক বড় অফিসারের সঙ্গে। সেই প্রেম ভেঙেছে কিনা তা যদিও জানা যায়নি। তবে অভিনেত্রীকে ইদানীং ইন্ডাস্ট্রির অন্য এক জনের সঙ্গে আনাচে কানাচে দেখা যাচ্ছে। সেই ব্যক্তি অবশ্য কোনও নায়ক, প্রযোজক বা পরিচালক নন। ডিম্পল কুইনের মন নাকি মজেছে টলিউডের এক অভিনেত্রীর সহকারীর সঙ্গে। তাঁর সঙ্গেই নাকি বিভিন্ন ক্যাফে, রেস্তরাঁ, নাইট ক্লাব থেকে কনসার্ট— সর্বত্র হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন। আদৌ তাঁরা সম্পর্কে আছেন কিনা সেই উত্তর অধরা। তবে নিন্দকেরা বলছে একে অপরের সঙ্গ নাকি বেশ উপভোগ করছেন তাঁরা।

নাইট ক্লাব কিংবা পার্টিতে এতটাই পরস্পরের প্রতি বুঁদ বাকি পৃথিবীর কোনও খবরেই তাঁদের কোনও আগ্রহ নেই। যদিও এই প্রথম নয়, এর আগে টলিপাড়ার একাধিক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে যতই আলোচনা হোক নায়িকার হাসিতে কিন্তু মজে অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement