Zee banagla

Uron Tubri: সব মধ্যবিত্ত ‘সাবিত্রী’ই এক, তার মানেই অন্য ধারাবাহিকের ‘ছায়া’? ‘উড়ন তুবড়ি’ নিয়ে প্রশ্ন লাবণির

লাবণির দাবি, ‘‘দুটো চ্যানেল বা দুটো ধারাবাহিকের সাদৃশ্যের আলোচনা না করে গঠনমূলক সমালোচনা করুন। যা সমৃদ্ধ করবে টেলিপাড়াকে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৯:৪৩
Share:

২৮ মার্চ আলোর উৎসবের অকালবোধন! জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ দিয়ে।

২৮ মার্চ আলোর উৎসবের অকালবোধন! জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ দিয়ে। গত শুক্রবার অকাল রং-পার্বণে তারই ছোট্ট উদযাপন ভরতলক্ষ্মী স্টুডিয়োয়।

Advertisement

এক মধ্যবিত্ত পাড়ায় চুটিয়ে রং খেলছেন সবাই। তারই মধ্যে ঘামতে ঘামতে তেলেভাজা ভাজছেন মাঝবয়সী সাবিত্রী। হাতে হাতে সাহায্য করছে তাঁর তিন মেয়ে। পরপর তিন মেয়ের মা। তাই স্বামী ছেড়ে গিয়েছেন। একা হাতে চপের ব্যবসা করে সাবিত্রী মানুষ করেছেন সন্তানদের। প্রযোজক ফিরদৌসল হাসানের নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র গল্প এটাই।

সম্প্রতি দক্ষিণ কলকাতার প্রথম সারির স্টুডিয়োয় শ্যুট দেখতে ভিড়। ধারাবাহিকের সেই ‘মা’, লাবণি সরকার আটপৌরে শাড়িতে সেজে পাকা হাতে একের পর এক চপ ভেজে তুলছেন! শ্যুট শেষ হতে 'সাবিত্রী' সাংবাদিকদের মুখোমুখি।

Advertisement

ধারাবাহিকের ঘোষণা হতেই টেলিপাড়ায় চর্চা, স্টার জলসার ‘গাঁটছড়া’র প্রতিদ্বন্দ্বী হয়েই নাকি আসছে এই ধারাবাহিক। সেই জল্পনারই জবাব দিয়ে লাবণি বললেন, ‘‘সব মধ্যবিত্ত সাবিত্রীই এক রকম। তাঁদের মধ্যে ফারাক গড়ে দেব আমরা, অভিনেত্রীরা। আমাদের অভিনয় চরিত্রে নতুন মাত্রা যোগ করে। পাশাপাশি, নতুন অভিনেতা-অভিনেত্রীরাও প্রচণ্ড খাটছেন। ফলে, দুটো চ্যানেল বা দুটো ধারাবাহিকের সাদৃশ্যের তুলনামূলক আলোচনা না করে গঠনমূলক সমালোচনা করুন। যা ধারাবাহিককে গতি দেবে। সমৃদ্ধ করবে টেলিপাড়াকে।’’

লাবণির তিন মেয়ে সোহিনী বন্দ্যোপাধ্যায়, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়। সোহিনীই তুবড়ি। যে তার পরিবারে মেয়ে নয়, বরং ছেলের মতোই। অন্যায় একেবারেই সহ্য করে না। লাবণির মতে, সব বাড়িতেই এ রকম এক জন মেয়ে থাকা উচিত। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে ঋতা দত্ত চক্রবর্তী, স্বস্তিক ঘোষ, বিকাশ ভট্টাচার্যকে। বিশেষ ভূমিকায় ক্যামেরার মুখোমুখি হবেন অভিজিৎ গুহ (রানা), ঋ সেনগুপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন