Kiara-Sidharth

কালো কাচের আড়ালে একরত্তি! মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন সিদ্ধার্থ-কিয়ারা

বুধবার মেয়ে হয়েছে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর। এক দিন পরে সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন যুগলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৩:২১
Share:

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন সিদ্ধার্থ-কিয়ারা।

১৫ জুলাই রাত প্রায় ১২টা। তখনই ছড়িয়ে পড়েছিল খবর। মলহোত্র পরিবারে এসেছে লক্ষ্মী। মেয়ের মা হয়েছেন অভিনেত্রী কিয়ার আডবাণী। আর বাবা হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। ১৬ জুলাই যৌথ ভাবে এই সুখবর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন যুগলে। বৃহস্পতিবার হাসপাতালের বাইরে ফ্রেমবন্দি হয়েছিলেন সিদ্ধার্থের দাদা, বাবা-সহ পরিবারের অনেকেই। রাত পোহাতেই মেয়ে, আর স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা। ১২ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা। তার পর থেকে হাসপাতালের চারিদিকে ছবি শিকারিদের আনাগোনা। সুখবর পাওয়ার পর থেকে সবার একটাই লক্ষ্য যদি এক ঝলক দেখা পাওয়া যায় সদ্যোজাতর।

Advertisement

কিন্তু তার আগেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। ছবিশিকারিরা যাতে কোনও ভাবেই ছবি না তোলেন, সেই ব্যবস্থা করেন সিদ-কিয়ারা। ‘দয়া করে কোনও ছবি নয়’, ছবিশিকারিদের কাছে এই অনুরোধ রাখেন তারকা দম্পতি একেবারে অভিনব কায়দায়। ছবিশিকারিদের কাছে সিদ-কিয়ারা পাঠান বাক্সে ভরা মিষ্টি।

হালকা গোলাপি রঙের বাক্সে মিষ্টি পাঠিয়েছেন সিদ ও কিয়ারা। স্নেহা জ়ালা নামে এক চিত্রগ্রাহক সেই বাক্সের ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন। বাক্সের উপর রয়েছে নতুন বাবা-মায়ের বার্তা। সেখানে লেখা, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।” সিদ্ধার্থ ও কিয়ারার তরফ থেকে এই বার্তা পেয়ে ছবিশিকারিরা আনন্দিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement