Entertainment News

রাজ-শুভশ্রীর রিসেপশনে কী কী হচ্ছে জানেন?

কথা মতোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনের বেনারসিতে সাবেকি সাজে দেখা গিয়েছিল বিয়ের কনেকে। তবে আজ রিসেপশনে তাঁর লুক কেমন হবে, সেটা এখনও সিক্রেট রেখেছেন শুভশ্রী।

Advertisement

নিজস্ব সং‌বাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০৬:০০
Share:

বিয়ের পর্ব সেরে রিসেপশনের জন্যও তৈরি রাজ ও শুভশ্রী।

বিয়ে, কালরাত্রি পেরিয়ে আজ রাজ-শুভশ্রীর রিসেপশন। বাওয়ালি রাজবাড়িতে রাজকীয় বিয়ের জাঁকজমক দেখেছে টলিউড। এ বার আরও খানিকটা জৌলুস বাড়াতে রেডি আরবানা। আর সেখানেই বৌভাত।

Advertisement

গত কাল নতুন বৌকে নিয়ে কলকাতায় ফিরেছেন রাজ। আজ সকাল থেকেই তিনি অতিথি আপ্যায়নে ব্যস্ত। রুদ্রনীল ঘোষ, অনিন্দিতা বসু, সৌরভ দাস, পদ্মনাভ দাশগুপ্ত, মানালি দে প্রমুখরা বিয়েতে হাজির ছিলেন। তবে আজ আরবানায় যাচ্ছে গোটা টলিউড।

কথা মতোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনের বেনারসিতে সাবেকি সাজে দেখা গিয়েছিল বিয়ের কনেকে। তবে আজ রিসেপশনে তাঁর লুক কেমন হবে, সেটা এখনও সিক্রেট রেখেছেন শুভশ্রী।

Advertisement

দেখুন ভিডিও:

বিভিন্ন রকমের কাবাব, স্যালাড, পাস্তা, ফিশ ফ্রাই, ডাব চিংড়ি, লুচি-সহ একাধিক বাঙালি এবং ভারতীয় মেনু থাকছে রিসেপশনে। ছানার মালপোয়া, রাবড়ির মতো জিভে জল আনা মিস্টিও থাকছে লিস্টে। বিয়ের দিনের মতোই রিসেপশনেও এলাহি ভোজের আয়োজন করেছেন নবদম্পতি।

আরও পড়ুন: দেখুন, বিয়ের পর শুভশ্রীর প্রথম ছবি

আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও নতুন কাপলকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।

ভিডিও সৌজন্য: নীল রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement