Arindam Sil

নাইজেলের চ্যালেঞ্জ

শুটিং শুরুর আগে পরিচালকের সঙ্গে নিয়মিত ওয়র্কশপ করছেন নাইজেল।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ০০:০১
Share:

অরিন্দম-নাইজেল।

গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ছবির প্রি-প্রোডাকশন মোটামুটি সারা। এ বার ফ্লোরে যাওয়ার পালা ‘তীরন্দাজ শবর’-এর। পরিচালক অরিন্দম শীল জানালেন, এ বারের ছবিতে তাঁর চমক নাইজেল আকারা। এক ট্যাক্সি চালকের চরিত্রে তিনি। নাইজেলই কি ছবির ভিলেন? ‘‘গোয়েন্দা ছবিতে কে ভিলেন, সেটা কি কেউ আগে থেকে বলে দেয়! তবে অন্যতম সন্দেহভাজন, এটুকু বলতে পারি,’’ পরিচালকের কণ্ঠে হাসির রেশ।

Advertisement

অরিন্দমের সঙ্গে কাজ করতে পেরে নাইজেলও উচ্ছ্বসিত। বললেন, ‘‘আমি ‘গোত্র’র পর পছন্দমতো চরিত্র পাচ্ছিলাম না। ‘তীরন্দাজ শবর’-এর চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং আর গুরুত্বপূর্ণ।’’ শুটিং শুরুর আগে পরিচালকের সঙ্গে নিয়মিত ওয়র্কশপ করছেন নাইজেল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘তীরন্দাজ’ কাহিনি অবলম্বনে এ বারের ছবি। আগামী ১৬ নভেম্বর থেকে শুট শুরু হচ্ছে। শুটিংয়ের জন্য প্রস্তুত শাশ্বত চট্টোপাধ্যায়ও। অন্যান্য চরিত্রে রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রম্যাণী মণ্ডল এবং শুভ্রজিৎ দত্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন