Entertainment News

ক্যাটরিনার ছবিতে অন্তর্বাস নিয়ে আপত্তি সেন্সরের!

শাহিদ কপূরের ‘উ়ড়তা পঞ্জাব’ নিয়ে আপত্তি জানানোর পর ফের স্বমহিমার সেন্সর বোর্ড। এ বার তোপের মুখে ক্যাটরিনা কইফ এবং সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘বার বার দেখো’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১৪:৫৬
Share:

‘বার বার দেখো’-র একটি দৃশ্যে ক্যাটরিনা-সিদ্ধার্থ।

শাহিদ কপূরের ‘উ়ড়তা পঞ্জাব’ নিয়ে আপত্তি জানানোর পর ফের স্বমহিমার সেন্সর বোর্ড। এ বার তোপের মুখে ক্যাটরিনা কইফ এবং সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘বার বার দেখো’।

Advertisement

ওই ছবির দু’টি বিষয় নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। প্রথমত, সেন্সর কর্তাদের বক্তব্য ছবিতে অশালীন ভাবে মহিলাদের অন্তর্বাস দেখানো হয়েছে। যেটা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত, ফিকশনাল পর্নোগ্রাফিক চরিত্র ‘সবিতা ভাবি’র উল্লেখ রয়েছে ছবিতে। সেটাও সেন্সরের পছন্দ নয়। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনও সেন্সর কর্তা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ‘বার বার দেখো’ টিমের এক সদস্য বলেছেন, ‘‘আমরা এমন কোনও যুগে বাস করছি না, যেখানে মহিলাদের অন্তর্বাস নিয়ে প্রকাশ্যে আলোচনা হয় না। এমনকী, ১৯৯৫-এর ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’তেও প্রকাশ্যে অন্তর্বাস দেখানো হয়েছিল। কিন্তু আমাদের ছবি থেকে সেটা বাদ দিতে বলা হচ্ছে। যদি পর্ন রেফারেন্স নিয়ে আপত্তি থাকে, তা হলে ‘আ ফ্লাইং জাট’-এ সানি লিওনের নাম কী ভাবে ব্যবহার হচ্ছে?’’

Advertisement

আরও পড়ুন, সলমন আমার প্রেমিক নয়, বিস্ফোরক য়ুলিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement