এখনই সন্তান নয়, বলছেন সইফ

বিয়ের প্রায় আড়াই বছর হতে চলল। কবে সইফ-করিনার ঘরে নতুন অতিথির আগমন হবে, তা নিয়ে জল্পনা স্বাভাবিক। তবে তেমন কোনও খবর এখনই না-ও মিলতে পারে। সইফ আলি খান জানিয়েছেন, সন্তানের ব্যাপারে তিনি ও করিনা কপূর কোনও তাড়াহুড়ো করবেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

বিয়ের প্রায় আড়াই বছর হতে চলল। কবে সইফ-করিনার ঘরে নতুন অতিথির আগমন হবে, তা নিয়ে জল্পনা স্বাভাবিক। তবে তেমন কোনও খবর এখনই না-ও মিলতে পারে। সইফ আলি খান জানিয়েছেন, সন্তানের ব্যাপারে তিনি ও করিনা কপূর কোনও তাড়াহুড়ো করবেন না। আপাতত অভিনয়েই মন দিচ্ছেন দু’জন। করিনা আগে জানিয়েছিলেন যে, মা তিনি অবশ্যই হতে চান। কিন্তু বছর তিনেকের আগে নয়। সইফ এখন ব্যস্ত ‘ফ্যান্টম’ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে ছবিটি। এ ছাড়া সইফ-করিনা দু’জনের হাতেই বেশ কয়েকটি ছবি রয়েছে। তা হলে কি হাতের কাজ শেষ হলেই সন্তানের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করবেন তাঁরা? বলি-পাড়ায় জল্পনা চলছেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement