Viswanathan Anand

ছ’বছর পর কলকাতায় খেলবেন আনন্দ! লড়াই দুই বিশ্বচ্যাম্পিয়নের, গুরু-শিষ্যের লড়াই দেখা যাবে শহরে

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ৭ থেকে ১১ জানুয়ারী ধন ধান্য প্রেক্ষাগৃহে খেলবেন। মুখোমুখি হবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ। এই প্রথম দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৪
Share:

বিশ্বনাথন আনন্দ। —ফাইল চিত্র

ছ’বছর পর আবার কলকাতায় খেলবেন বিশ্বনাথন আনন্দ। তাঁর একঝাঁক শিষ্যের মুখোমুখি হবেন তিনি।

Advertisement

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ৭ থেকে ১১ জানুয়ারী ধন ধান্য প্রেক্ষাগৃহে খেলবেন। মুখোমুখি হবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশের। এই প্রথম দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই হবে।

গুকেশ ছাড়াও খেলবেন আর প্রজ্ঞানন্দ, অর্জুন ইরিগাইসি, বিবিত গুজরাটি, অরবিন্দ চিদাম্বরমের মতো জুনিয়রেরা, যাঁরা কোনও না কোনও সময় আনন্দের কাছে দাবা খেলা শিখেছেন। মহিলাদের বিভাগে খেলবেন বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ। এ ছাড়াও খেলবেন আর বৈশালী, দ্রনোভালি হারিকা।

Advertisement

ওপেন এবং মহিলাদের বিভাগে প্রতিযোগিতা হবে। র‌্যাপিড এবং ব্লিৎজ় বিভাগে খেলা হবে। উভয় ক্ষেত্রেই সমান পুরস্কার মূল্য থাকছে। টুর্নামেন্ট ডিরেক্টর হিসাবে থাকছেন সর্বভারতীয় দাবা সংস্থার সহ-সভাপতি দিব্যেন্দু বড়ুয়া।

কলকাতায় আবার খেলতে পেরে আনন্দ বলেন, ‘‘ছ’বছর পরে কলকাতায় খেলব ভেবে আমি উত্তেজিত। এর মধ্যে দাবা অনেক বদলে গিয়েছে। সারা বিশ্বে, বিশেষ করে ভারতে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। জুনিয়রদের চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement